সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নিজের রাজ্য। গত দুই নির্বাচনে যে রাজ্যে খাতা পর্যন্ত খুলতে পারেনি বিরোধীরা। সেই গুজরাটেই ভোটের মুখে অন্য অস্বস্তি বিজেপির। লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরও নিজেদের সরিয়ে নিলেন বিজেপির দুই প্রার্থী। তাহলে কি হারের ভয়? নাকি অন্য কোনও কারণ? তুঙ্গে জল্পনা।
শনিবার সকালেই গুজরাটের ভদোদরা কেন্দ্রের বিজেপি প্রার্থী রঞ্জন ভাট আচমকা সোশাল মিডিয়ায় জানিয়ে দেন, তিনি ব্যক্তিগত কারণে লোকসভা নির্বাচনে লড়তে চান না। শনিবারই বিকালের দিকে আরেক বিজেপি প্রার্থী ভিকাজি ঠাকোর এক্স হ্যান্ডেলে কার্যত একই রকম পোস্ট করে লোকসভার লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানান। ভিকাজির নাম সবরকাঠা কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছিল। দুই প্রার্থী আচমকা নিজেদের সরিয়ে নেওয়ায় অস্বস্তিতে পড়ে যায় গেরুয়া শিবির।
[আরও পড়ুন: দোলযাত্রার দিন বাতিল প্রায় ৩০০ লোকাল ট্রেন, যাত্রীদের চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা]
যদিও পরে জানা যায়, রঞ্জন ভাট লোকসভার লড়াই থেকে নিজেকে সরিয়েছেন দলীয় কোন্দলের জেরে। তাঁর বিরুদ্ধে স্থানীয় এক বিজেপি (BJP) নেতা কার্যত প্রকাশ্যেই বিদ্রোহ করেছিলেন। অন্যদিকে ভিকাজির পদবি এবং জাতিগত পরিচয় নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেকারণেই তিনি সরিয়ে দাঁড়িয়েছেন। দুই কেন্দ্রেই নতুন করে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। কিন্তু তাতে অস্বস্তি কমছে না।
[আরও পড়ুন: হল না ‘হাম দিল দে চুকে সনম’, স্বামীর হাত ধরে ছেলেবেলার প্রেমিকের কাছে ফিরলেন গৃহবধূ]
এই নিয়ে চারজন বিজেপি প্রার্থী চলতি বছর নাম প্রত্যাহার করলেন। যা এক কথায় বেনজির। তাছাড়া যেভাবে এ বছর প্রার্থী তালিকা ঘোষণা করতে ঢিলেমি করছে গেরুয়া শিবির, সেটাও সাম্প্রতিক অতীতে বেনজির।