shono
Advertisement

ঠিক ভোটের আগে কেন ইস্তফা দিলেন অরুণ গোয়েল? মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার

অরুণ গোয়েল ইস্তফাপত্রে লিখেছিলেন, তিনি পদত্যাগ করেছেন ব্যক্তিগত কারণে।
Posted: 06:37 PM Mar 16, 2024Updated: 06:37 PM Mar 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha) নির্ঘণ্ট ঘোষণার মাত্র কয়েক দিন আগে জাতীয় নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের (Arun Goel) ইস্তফা নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে। বিরোধীরা প্রশ্ন তুলছেন, কেন্দ্রের কোনও ফরমান মানতে না পেরেই কি ইস্তফা দিতে হল নির্বাচন কমিশনারকে? সেই বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তবে মুখ খুললেও খাপ খুললেন না।

Advertisement

অরুণ গোয়েল ইস্তফাপত্রেই লিখেছিলেন, তিনি পদত্যাগ করেছেন ব্যক্তিগত কারণে। সেই একই দাবি শোনা গেল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের (Rajeev Kumar) মুখেও। তিনি বললেন, “ওঁর সঙ্গে কাজ করাটা আমি ভীষণ উপভোগ করেছি। কিন্তু সব প্রতিষ্ঠানেই কেউ যদি ব্যক্তিগত পরিসর চায়, তাহলে তাঁকে সেটা দেওয়া উচিত। আমার মনে হয়, কারও ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করা উচিত নয়। সবার সংবেদনশীল হওয়া উচিত। কাউকেই ব্যক্তিগত প্রশ্ন করা উচিত নয়। যদি ওনার কোনও ব্যক্তিগত সমস্যা থেকে থাকে, তাহলে তাঁকে সেই জায়গাটা দেওয়া উচিত।”

[আরও পডু়ন: এবার অনলাইনে ছুটির দরখাস্ত, সরকারি কর্মীদের জন্য বদলে গেল নিয়ম]

যদিও গোয়েলের ইস্তফার নেপথ্যে আরও বড় কারণ আছে বলে দাবি করেছিল এরাজ্যের শাসকদল। তৃণমূলের বক্তব্য ছিল, বাংলার নির্বাচনে শীতলকুচি কাণ্ডের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে কোনও ভাবেই না হয় এবং রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা যায়, বেশি সংখ্যক মানুষকে বুথমুখী করা যায় তা নিয়ে তিনি কিছু প্রস্তাব দেন। কিন্তু তখন তাঁকে রাজীব কুমার বলেন, দিল্লি থেকে যেমন নির্দেশ দেওয়া হবে সেভাবেই পরিকল্পনা করা হবে। আর এই মতপার্থক্যের জেরেই সরে দাঁড়িয়েছেন গোয়েল।

[আরও পড়ুন: বিজেপিকে ৪ আসনে বেঁধে রাখার হুঁশিয়ারি, কটি আসন পাবে তৃণমূল? ভবিষ্যৎবাণী কুণালের]

রাজ্যের শাসকদলের আরও দাবি, বাংলার ভোটের দফা নিয়েও নাকি মতপার্থক্য ছিল রাজীব কুমার এবং অরুণ গোয়েলের। যদিও এদিন সেসব তত্ব পুরোপুরি উড়িয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement