অংশুপ্রতিম পাল, খড়গপুর: ভোটপ্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তাঁর হুডখোলা গাড়ি দাঁতন এলাকায় পৌঁছতেই তৃণমূলের মহিলা কর্মীরা কালো পতাকা দেখিয়ে 'গো ব্য়াক' স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ নেত্রীর। ঘটনায় এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের (Purba Medinipur) দাঁতন এলাকায় নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী। বিজেপি কর্মী, সমর্থক-সহ অগ্নিমিত্রার (Agnimitra Paul) হুডখোলা জিপ দাঁতনের কুসমি এলাকায় পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, রাস্তার ধারে দাঁড়িয়ে তাঁকে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের মহিলা কর্মী-সমর্থকরা। ভিড় থেকে কালো জামা দেখিয়ে 'গো ব্যাক' স্লোগান ওঠে। তা দেখে পালটা স্লোগান দিতে থাকেন বিজেপি (BJP) কর্মী-সমর্থকরা। স্লোগান পালটা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও বিজেপি প্রার্থী এই ঘটনায় গাড়ি না থামিয়ে পাশ দিয়ে হাত নাড়তে নাড়তে এগিয়ে যান।
বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার মুখপাত্র অরূপ দাস বলেন, "রাজনৈতিকভাবে একটি দল যখন দেউলিয়া হয়ে যায়, তখন তারা রুচিহীন আচরণ করতে থাকে। আজকে দাঁতনে যখন অগ্নিমিত্রা পল জনসংযোগ করছিলেন সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে তৃণমূলের কর্মীরা তাঁদের দলের পতাকা ও কালো পতাকা নিয়ে নিম্নরুচির পরিচয় দিয়েছেন।"
[আরও পড়ুন: বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ মন্ত্রী, বৈঠকে সিইএসসিকে ভর্ৎসনা অরূপ বিশ্বাসের]
উল্লেখ্য়, অপর এক বিজেপি প্রার্থী রেখা পাত্রকেও (Rekha Patra) বিক্ষোভের মুখে পড়তে হয় বলে অভিযোগ। মঙ্গলবার তিনি খড়িডাঙা এলাকায় আহত এক বিজেপি কর্মীকে দেখতে যান। তাঁকে দেখেই নাকি রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ আটকান স্থানীয় মহিলারা। শুধু তাই নয়, লাঠিসোঁটা হাতে রেখা পাত্রর দিকে তাঁরা রীতিমতো তেড়ে যান বলেও অভিযোগ। যার ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় খড়িডাঙায়। রেখার সঙ্গে থাকা বিজেপি নেত্রী অর্চনা মজুমদারও হামলার মুখে পড়েন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।