সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের প্রচারে রাজ্যে এসে শেষবার সন্দেশখালি ইস্যুতে বিশেষ ঝাঁজালো মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ভাইরাল হওয়া স্টিং ভিডিও নিয়েও ছিলেন নীরব। আর শুক্রবার রাজ্যে ফের নির্বাচনী প্রচারে এসে শাহ বললেন, ''সন্দেশখালির দোষীরা শাস্তি পাবেই।'' এদিন মতুয়া গড় রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে প্রচার করতে এসেছেন অমিত শাহ। রয়েছে আর দুটি জনসভা। নদিয়ার মাজদিয়ায় নির্বাচনী প্রচারে শাহর আরেক অস্ত্র CAA.সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারে ফের দুষে তাঁর মন্তব্য, ''মমতা বন্দ্যোপাধ্যায় এখানে CAA-তে বাধা দিচ্ছেন। আপনাদের নাগরিকত্ব প্রদানে বাধা দিচ্ছেন।''
শুক্রবার রানাঘাট, বীরভূম ও আসানসোলে তিন তিনটি নির্বাচনী কর্মসূচি রয়েছে অমিত শাহর। তার মধ্যে রানাঘাট (Ranaghat) মতুয়া গড় বলে পরিচিত। আর সেখানকার বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভা থেকে CAA ইস্যুতে তাঁর সরব হওয়া স্বাভাবিক। নাগরিকত্ব সংশোধনী আইন লাগু নিয়ে অমিত শাহর বক্তব্য, ‘‘সিএএ দেশে লাগু হওয়া উচিত কি না, বলুন। বহু মানুষ আজও নাগরিকত্ব পাননি। সরকার তা দিতে চাইছে। কিন্তু ভোট রাজনীতির জন্য তাতে বাধা দিচ্ছে মমতা সরকার। মতুয়াদের নাগরিকত্বের বিরোধিতা করছে। কিন্তু আমরা সকলকে নাগরিকত্ব দেব।’’
[আরও পড়ুন: ৫০ দিন পর অবশেষে জামিন কেজরির, ‘সুপ্রিম দরবারে’ ঝুলেই হেমন্তের ভাগ্য]
এদিন সন্দেশখালি (Sandeshkali) ইস্যুতে বেশ আক্রমণাত্মক হয়ে ওঠেন শাহ। এনিয়ে তাঁর বক্তব্য, ‘‘মমতা একজন মহিলা মুখ্যমন্ত্রী। তাঁর রাজ্যে মহিলাদের শোষণ করা হয়েছে ধর্মের ভিত্তিতে। আর তা করেছে ওঁরই দলের নেতারা। ওঁর লজ্জা হওয়া উচিত। বাংলার মা, বোনদের চিন্তার দরকার নেই। আমরা সন্দেশখালির অপরাধীদের উলটো করে ঝুলিয়ে শাস্তি দেব। তারা শাস্তি পাবেই।’’
[আরও পড়ুন: এলাহাবাদ, ফৈজাবাদের পর আকবরপুর, ‘ঐতিহ্যরক্ষায়’ ফের নামবদলের পথে যোগী!]
আগামী ১৩ তারিখ, চতুর্থ দফায় রানাঘাট আসনে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। গত তিন দফার মতো সুষ্ঠুভাবে তা সম্পন্ন করতে এবারেও মোতায়েন থাকবে প্রচুর কেন্দ্রীয় বাহিনী। সেই আশ্বাস দিয়ে অমিত শাহ জনতার উদ্দেশে বলেন, ‘‘এই যে নানা জায়গায় লাগাতার বিস্ফোরণ হচ্ছে, সকলকে ভয় দেখানোর জন্য এসব করাচ্ছে মমতা সরকার। রানাঘাটবাসীকে বলছি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছি আমরা। ভোটের দিন ভয় পাবেন না। নিশ্চিন্তে ভোট দিতে যান।’’