shono
Advertisement
Abhishek Banerjee

বিজেপি প্রার্থীর সিনেমা নেই, পয়সা কামাতে রাজনীতিতে, দেবের দরকার পড়ে না: অভিষেক

Published By: Tiyasha SarkarPosted: 06:39 PM May 19, 2024Updated: 08:02 PM May 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই বারবার বিভিন্নভাবে দেবকে নিশানা করেছেন বিজেপির হিরণ। সম্প্রতি একটি অডিও ক্লিপও প্রকাশ করেছেন বিতর্ক উসকে দিতে। রবিবার দেবের সমর্থনে কেশপুরে প্রচারে গিয়ে হিরণকে একহাত নিলেন তৃণমূল 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বললেন, "দেবের রাজনীতি করার দরকার পড়ে না। ওর বছরে তিনটে সিনেমা আসে। বিজেপি প্রার্থীর চার বছরে কোনও সিনেমা নেই। সেই কারণেই পয়সা কামাতে রাজনীতিতে।"

Advertisement

রাজ্যজুড়ে ভোটের (Lok Sabha Elections 2024) উত্তাপ। জোরকদমে চলছে প্রচার। জেলায় জেলায় প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার কেশপুরে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে সভা করেন অভিষেক। সেখানেই একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করেন তিনি। এর পরই ওঠে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) প্রসঙ্গ। নাম না করেই তাঁকে তুলোধোনা করলেন তাঁকে। হিরণকে ২ নম্বরি লোক বলে তোপ দাগলেন তিনি। বললেন, "আমরা যে কটাকে বের করে দিই, সেগুলোকে বিজেপি মাথায় তুলে রাখে।" এর পরই নাম না করেই দেবের সঙ্গে হিরণের তুলনা টানেন তিনি। বললেন, "দেব বছরে তিনটে করে সিনেমা করে। ওঁর রাজনীতি করার দরকার পড়ে না। আর যে বিজেপির প্রার্থীর চার বছরে একটাও সিনেমা পাইনি। কাজ নেই তো পয়সা কামাতে এসেছে।’’

[আরও পড়ুন: ইজরায়েলে বিস্ফোরক পাঠাচ্ছে ভারত! অস্ত্র বোঝাই জাহাজ আটকাল নয়াদিল্লির বন্ধু]

প্রসঙ্গত, ঘাটালের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে বারবার প্রতিপক্ষ দেবকে নিশানা করেছেন বিজেপির হিরণ। বিভিন্ন অভিযোগ তুলেছেন। প্রতিবারই সৌজন্য দেখিয়েছেন দেব। সম্প্রতি চাকরি কাণ্ডে একটি অডিও ক্লিপ প্রকাশ করেছেন হিরণ। যা নিয়ে স্বাভাবিকভাবেই বিতর্ক হয়েছে। যদিও এভাবে দেবকে কালিমালিপ্ত করা যাবে না বলেই দাবি তৃণমূলের।

[আরও পড়ুন: সব পথ মিশছে বিজেপিতে, কী করবেন বহরমপুরের ‘রবিনহুড’ অধীর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোটের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই বারবার বিভিন্নভাবে দেবকে নিশানা করেছেন বিজেপির হিরণ।
  • সম্প্রতি একটি অডিও ক্লিপও প্রকাশ করেছেন বিতর্ক উসকে দিতে।
  • রবিবার দেবের সমর্থনে কেশপুরে প্রচারে গিয়ে হিরণকে একহাত নিলেন তৃণমূল সেনাপতি।
Advertisement