শাহজাদ হোসেন, ফরাক্কা: যত সময় গড়াচ্ছে, সন্দেশখালি নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ছে। রাজনীতির কারবারিদের তপ্ত বাকযুদ্ধ অব্যাহত। বিশেষত সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে স্টিং অপারেশনের ভিডিওয় স্থানীয় বিজেপি নেতার মন্তব্যের পর আরও উসকে উঠেছে বিষয়টি। এনিয়ে রবিবারও বিজেপিকে নিশানা করে কড়া ভাষায় ঘটনার নিন্দা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদহ দক্ষিণের দলীয় প্রার্থীর প্রচারে সামশেরগঞ্জে রোড শো করতে গিয়ে তাঁর মন্তব্য, "মহিলাদের সম্ভ্রম দু'হাজার টাকায় বিজেপি বিক্রি করেছে।''
আগামী ৭ মে, তৃতীয় দফার নির্বাচনের আগে রবিবার দুপুরে মালদহ দক্ষিণ (Maldah Dakshin) লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে সামশেরগঞ্জের ফরাক্কা এসডিপিও মোড় থেকে বোগদাদনগর পর্যন্ত রোড শো করেন অভিষেক। এদিনের অভিষেকের রোড শো কার্যত জনজোয়ারের পরিণত হয়। রোড শো শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বিজেপি ও রাজ্যপালকে তীব্র ভাষায় তোপ দেগে বলেন, "গত তিন মাস ধরে সন্দেশখালি নিয়ে যারা প্রচার করছিল, তাদের গ্যাস বেলুন ফুটো হয়ে গিয়েছে।"
[আরও পড়ুন: ‘তৃণমূলকে দিয়ে ভোট ভাগ করবেন না’, মালদহে এসে আর্জি মল্লিকার্জুন খাড়গের]
সন্দেশখালির (Sandeshkhali) ভিডিও ফুটেজ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "মহিলাদের সম্ভ্রম দুহাজার টাকায় বিজেপি বিক্রি করেছে। বসিরহাটে যাঁকে প্রার্থী করেছে বিজেপি, রেখা পাত্র। সন্দেশখালির ২ নম্বর মণ্ডল সভাপতির কথায় রেখা পাত্রকে ২ হাজার টাকা দিয়ে ধর্ষণের মিথ্যা মামলা করিয়েছে। বিজেপি নিজেদের স্বার্থের জন্য বাংলার মাটিতে বাংলার মায়ের সম্মান বিক্রি করেছে।''সন্দেশখালির ঘটনা বিজেপির (BJP) পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিষেক দাবি করেন এদিন। তাঁর বক্তব্য, "ওরা বলত, সন্দেশখালি করবে তৃণমূলের ঘর খালি। আজ সন্দেশখালি বলছে, তৃণমূলের ঘর খালি করবে না। সন্দেশখালি বলছে বিজেপি দলটাই জালি।"
[আরও পড়ুন: আচমকা ‘বেঁচে’ উঠল মৃত কিশোর! কাটোয়া হাসপাতালে ধুন্ধুমার]
এদিনের নির্বাচনী প্রচারে অভিষেকের নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)। তাঁকে নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, "দেশের সংবিধান ওরা পালটে দিতে চায়। প্রধানমন্ত্রী যতবার বাংলায় আসছেন, ততবার সাম্প্রদায়িকতার উগ্র বীজ বপন করে যাচ্ছেন।" মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সঙ্গে এই সভায় উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি, ফরাক্কার বিধায়ক মণিরুল ইসলাম ও সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম।