shono
Advertisement

Breaking News

Khejuri

বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা, বাইকে আগুন, ভোটের মুখে খেজুরিতে উত্তেজনা

রাজনৈতিক কারণে হামলা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।
Published By: Sayani SenPosted: 01:36 PM May 11, 2024Updated: 01:49 PM May 11, 2024

রঞ্জন মহাপাত্র, কাঁথি: ভোটের আগে খেজুরিতে তুমুল উত্তেজনা। হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান নিতাই মণ্ডলের বাড়িতে বোমা হামলা ও মোটর বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। কে বা কারা এই কাজ করল, তা এখনও স্পষ্ট নয়। খেজুরি থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। 

Advertisement

খেজুরির ২ নম্বর ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান নিতাই মণ্ডল। অভিযোগ, শুক্রবার রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তাঁর মোটর বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। খবর পেয়ে মধ্যরাতে খেজুরি থানার পুলিশ নিতাই মণ্ডলের বাড়িতে পৌঁছয়। সারারাত নিতাইবাবুর বাড়িতে পুলিশ মোতায়েন ছিল।

[আরও পড়ুন: কলকাতায় শুরু বৃষ্টি, কালবৈশাখীতে তছনছ হতে পারে ৬ জেলা]

শনিবার সকালেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কে বা কারা এই কাজ করল, তা এখনও স্পষ্ট নয়। সিসিটিভি খতিয়ে দেখছে খেজুরি থানার পুলিশ। বিজেপি নেতার বাড়িতে হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই জোর চাঞ্চল্য। ষষ্ঠ দফায় কাঁথি লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে রাজনৈতিক কারণে হামলা নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে খেজুরি থানার পুলিশ। 

[আরও পড়ুন: রাষ্ট্রপতির পর রাজ্যপাল, বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে অখিল গিরি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোটের আগে খেজুরিতে তুমুল উত্তেজনা।
  • হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান নিতাই মণ্ডলের বাড়িতে বোমা হামলা ও মোটর বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ।  
  • কে বা কারা এই কাজ করল, তা এখনও স্পষ্ট নয়। খেজুরি থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।
Advertisement