সুদীপ রায়চৌধুরী: লোকসভা নির্বাচনের পরও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। শেষ দফা ভোটের আগের দিন এমনই জানাল নির্বাচন কমিশন। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, বিভিন্ন দিক খতিয়ে দেখে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৬ জুন পর্যন্ত রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। ৪ জুন লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) গণনা ও ফলপ্রকাশ। তার পরও ২ দিন থাকবেন বাহিনীর জওয়ানরা।
চব্বিশের লোকসভা ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে পশ্চিমবঙ্গে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (Election Commission of India)। মোট ৭ দফা নির্বাচনে এখনও পর্যন্ত প্রায় সাড়ে নশো কোম্পানি জওয়ান মোতায়েন রয়েছে। ১ জুন, শেষ দফা ভোটের পর প্রায় অর্ধেক বাহিনীকে ফিরিয়ে দেওয়া হবে জানা গিয়েছে কমিশন সূত্রে। ৪০০ কোম্পানি বাহিনীকে (Central Force) রেখে দেওয়া হবে রাজ্যে। ৬ জুন পর্যন্ত থাকবেন বাহিনীর জওয়ানরা। তার মধ্যে বিএসএফ, সিআরপিএফ, এসএসবি-র একাধিক ব্যাটেলিয়ন থাকবে বলে জানানো হয়েছে কমিশন সূত্রে। জানা যাচ্ছে, বিগত নির্বাচনগুলিতে রাজ্যে ভোট পরবর্তী অশান্তির (Post Poll violence) একাধিক নজির রয়েছে। এবারের লোকসভা নির্বাচনের পর সেসবের দিকে নজর রাখতেই বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[আরও পড়ুন: মোদি থেকে অভিষেক, সপ্তম দফার নির্বাচনে ভাগ্যপরীক্ষা একঝাঁক হেভিওয়েটের]
এদিকে কমিশন সূত্রে আরও খবর, সপ্তম তথা শেষ দফার ভোট শান্তিপূর্ণ করতে সবচেয়ে বেশি QRT ব্যবহার করা হচ্ছে। সপ্তম দফার ভোটে মোট ১৯৫৮ QRT থাকবে। যার মধ্যে কলকাতা পুলিশের অন্তর্গত এলাকাগুলিতে ৯০ QRT ব্যবহার করা হচ্ছে। শেষ দফা নির্বাচনে বসিরহাট (Basirhat) লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে বাড়তি নজর কমিশনের। সন্দেশখালি (Sandeshkhali)-সহ বসিরহাট লোকসভা এলাকায় ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে।
পাশাপাশি গত পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে ভাঙড়েও (Bhangar) বাড়তি নিরাপত্তা বজায় রেখেছে কমিশন। অশান্তির পুনরাবৃত্তি আটকাতে ভাঙড় বিধানসভা এলাকায় ১৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে।