সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ১৮তম লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দ্বিতীয় দফা চলছে। ১৩ রাজ্যের ৮৯ আসনে চলছে ভোটগ্রহণ। এই পর্বেই ভোট এরাজ্যের তিন কেন্দ্র দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জে। বাংলা ছাড়াও অসম(৫), বিহার(৫), ছত্তিশগড়়(৩), কর্নাটক(১৪), কেরল(২০), মধ্যপ্রদেশ(৭), রাজস্থান(১৩), ত্রিপুরা(১), উত্তরপ্রদেশ(৮), জম্মু ও কাশ্মীর(১) ও মহারাষ্ট্রে(৮) ভোট শুক্রবার। আগের পর্বে মণিপুরের আউটার মণিপুর কেন্দ্রে ভোট হয়েছিল আংশিকভাবে। ওই আউটার মণিপুরের বাকি অংশেও এই পর্বে ভোটগ্রহণ হবে।
যথারীতি এই পর্বেও একাধিক হেভিওয়েট প্রার্থী নির্বাচনী লড়াইয়ে। একদিকে যেমন রয়েছেন রাহুল গান্ধী, শশী থারুর, অ্যানি রাজাদের মতো পোড়খাওয়া রাজনীতিবিদ, অন্যদিকে তেমনি রয়েছেন অরুণ গোভিল, হেমা মালিনীদের মতো সেলেবরাও।
[আরও পড়ুন: ভোটের বাংলায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, খুনের অভিযোগে সরব গেরুয়া শিবির]
রাহুল গান্ধী: দ্বিতীয়বারের মতো কেরলের ওয়ানড় থেকে প্রার্থী রাহুল গান্ধী। এই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের অ্যানি রাজা। বিজেপি এই কেন্দ্রে দাঁড় করিয়েছে হেভিওয়েট নেতা ভি সুরেন্দ্রনকে।
শশী থারুর ও রাজীব চন্দ্রশেখর: কেরলের তিরুঅনন্তপুরমে এবার হেভিওয়েটদের লড়াই। ওই কেন্দ্রে মুখোমুখি কংগ্রেসের শশী থারুর এবং বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। এই কেন্দ্র থেকে চতুর্থবার সাংসদ হওয়ার দৌড়ে শশী।
ডিকে সুরেশ: হেভিওয়েট কংগ্রেস নেতা তথা কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই সুরেশ এবারও লোকসভার লড়াই। তিনি লড়ছেন বেঙ্গালুরু রুরাল কেন্দ্র থেকে।
এইচ ডি কুমারস্বামী: কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তথা জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী 'পারিবারিক গড়' মান্ড্যা আসন থেকে লড়ছেন। তাঁর প্রতিপক্ষ কংগ্রেসের নবাগত ভেঙ্কটরমণ গৌড়া। তিনি আবার এই দফার ধনীতম প্রার্থী।
ওম বিড়লা: লোকসভার স্পিকার ওম বিড়লা লড়ছেন নিজের পুরনো কেন্দ্র কোটা থেকেই। এবার তাঁর লড়াই কঠিন। বিড়লার বিরুদ্ধে লড়ছেন বিজেপিরই প্রাক্তন নেতা প্রহ্লাদ গুঞ্জল।
ভুপেশ বাঘেল: ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলও এই পর্বে লড়াইয়ে আছেন। তিনি লড়ছেন ছত্তিশগড়ের রাজনন্দগড় থেকে।
[আরও পড়ুন: দ্বিতীয় দফা ভোট LIVE UPDATE: নির্বাচনের আগের রাতে দার্জিলিংয়ে উদ্ধার বিপুল নগদ, আটক BJP’র জোটসঙ্গী নেতার গাড়ি]
হেমা মালিনী: বিজেপির সেলিব্রিটি প্রার্থী হেমা মালিনী আরও একবার নিজের কেন্দ্র মথুরা থেকে লড়ছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মুকেশ ডাঙ্গর।
অরুণ গোভিল: রামানন্দ সাগরের রামায়ণের 'রাম' অরুণ গোভিল এবার লড়ছেন মেরঠ থেকে। তাঁর প্রতিন্দ্বন্দ্বী সমাজবাদী পার্টির সুনীতা শর্মা।
এর বাইরেও অশোক গেহলটের ছেলে বৈভব গেহলট, ঝাড়খণ্ডের সুনীতা সোরেন, উত্তরপ্রদেশের আমরোহায় দানিশ আলি, বেঙ্গালুরু দক্ষিণের তেজস্বী সূর্যর মতো একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্যনির্ধারণ হচ্ছে শুক্রবার।