shono
Advertisement
Lok Sabha Election 2024

শোভাযাত্রা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো, জয়ের মেগা সেলিব্রেশনের আগাম আয়োজন বিজেপির

তৃতীয়বারের জন্য মোদির শপথের পরিকল্পনাও সেরে ফেলেছে বিজেপি।
Published By: Subhajit MandalPosted: 12:16 PM Jun 03, 2024Updated: 04:08 PM Jun 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফলাফল এখনও ঘোষণা হয়নি। তাতে কী! এক্সিট পোলে তো বিরাট জয়ের পূর্বাভাস মিলেছে, তাতেই মজে বিজেপি। এমনকী পরপর তিনবার ক্ষমতায় আসার সেলিব্রেশন কীভাবে হবে, সেই পরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছে গেরুয়া শিবির।

Advertisement

এক্সিট পোলের ফলাফল মিললে রেকর্ড গড়বেন মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রী পদে থাকার নিরিখে ইন্দিরা গান্ধীর রেকর্ডও ভেঙে দেবেন তিনি। স্বাভাবিকভাবেই এই মেগা জয়ের সেলিব্রেশনও হবে মেগা। রোড শো থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো, একাধিক পরিকল্পনা ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে। সোমবার সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে বিজেপির সদর দপ্তরে। গণনা এবং গণনা পরবর্তী সেলিব্রেশন নিয়ে বৈঠকে বসেছেন বিজেপির শীর্ষ নেতারা।

[আরও পড়ুন: মোদির প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলতেই চাঙ্গা শেয়ার বাজার, সূচক বাড়ল ২০০০ পয়েন্ট]

বিজেপি সূত্রের খবর, ৪ জুন অর্থাৎ ভোটের(Lok Sabha Election 2024) ফলপ্রকাশের দিনই একটি মেগা রোড শো হবে দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তর পর্যন্ত। তাতে দলের শীর্ষস্থানীয় নেতারা থাকবেন। বিকালে দলের সদর দপ্তরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ শীর্ষ বিজেপি নেতারা। সেখানে কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী।

এ তো গেল গণনার দিনের সেলিব্রেশন। ৯ জুন প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় বার শপথ নেবেন নরেন্দ্র মোদি। সেদিনও মেগা সেলিব্রেশনের আয়োজন করতে চলেছে বিজেপি। প্রথমে শোনা যাচ্ছিল রাষ্ট্রপতি ভবনে শপথ না নিয়ে খোলা আকাশের নিচে কর্তব্য পথে শপথ নিতে চান মোদি। কিন্তু পরে জানা গিয়েছে রাষ্ট্রপতি ভবনেই শপথের প্রস্তুতি শুরু হয়েছে। রাষ্ট্রপতি ভবন সুসজ্জিত করার জন্য টেন্ডারও ডাকা হয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ফল ঘোষণার পরই। তবে মোদির শপথ যেখানেই হোক, বিজেপির পরিকল্পনা অনুযায়ী, কর্তব্য পথ বা ভারত মণ্ডপমে একটি মেগা লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। তাতে ভারতীয় সংস্কৃতি তুলে ধরা হবে। সেই শো দেখতে হাজির থাকবেন ৮-১০ হাজার বিজেপি কর্মী।

[আরও পড়ুন: আগামী ২৫ বছর শুধু দেশের জন্য, নতুন সংকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

অবশ্য এই সব পরিকল্পনাই বাস্তবায়িত হবে বিজেপি জিতলে। গেরুয়া শিবিরের অন্দরে জয় নিয়ে আগেও কোনও সংশয় ছিল না। এক্সিট পোলের ফল প্রকাশ্যে আসার পর আরও সংশয় নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৪ জুন অর্থাৎ ভোটের ফলপ্রকাশের দিনই একটি মেগা রোড শো হবে দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তর পর্যন্ত।
  • বিকালে দলের সদর দপ্তরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ শীর্ষ বিজেপি নেতারা।
  • সেখানে কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী।
Advertisement