shono
Advertisement

Lok Sabha Election 2024: পাটনার বৈঠকে কেজরিওয়াল-খাড়গের মধ্যে তুমুল বিবাদ, ত্রাতা হয়ে এগিয়ে গেলেন মমতা

আগামী মাসে সিমলার বৈঠকে আপের না থাকার সম্ভাবনা প্রবল।
Posted: 08:11 PM Jun 23, 2023Updated: 08:50 PM Jun 23, 2023

কিংশুক প্রামাণিক, পাটনা: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে বিরোধীদের স্ট্র্যাটেজি ঠিক করতে গুরুত্বপূর্ণ বৈঠক। অথচ সেখানেই নিজেদের ইস্যু নিয়ে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন আপ (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শেষপর্যন্ত আসল আলোচনা দূরে সরে যাচ্ছে দেখে এগিয়ে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বিবদমান দু’জনকে বুঝিয়ে শান্ত করেন। মনে করিয়ে দেন, এখানে তাঁরা সকলে বিজেপি বিরোধিতার রণকৌশল তৈরি করতে বসেছেন। তখনকার মতো ঝগড়া থেমে গেলেও বৈঠকের তাল কিছুটা কাটে। অরবিন্দ কেজরিওয়াল বেরিয়ে যান বৈঠক থেকে। সম্ভবত আগামী মাসের বৈঠকে থাকবে না আপ।

Advertisement

কংগ্রেসকে নিয়ে বিরোধী জোটে যোগ দিতে আপের আপত্তি ছিল আগেও। আমলাদের নিয়োগ, বদলি নিয়ে দিল্লি সরকারের হাত থেকে ক্ষমতা কাড়তে কেন্দ্রের বিতর্কিত অর্ডিন্যান্সের (Ordianance) বিরোধিতায় বিরোধী দলগুলির নেতানেত্রীদের দরবারের পৌঁছে গিয়েছিলেন। আবেদন জানিয়েছিলেন অর্ডিন্যান্সের বিরোধিতায় রাজ্যসভায় ভোট দিতে। অনেকের সমর্থনও পেয়েছেন তিনি। তবে কংগ্রেস এ বিষয়ে নীরব ছিল। ‘হাত’ শিবিরের মত, এখনই এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই।

[আরও পড়ুন: অভাবের সঙ্গে যুদ্ধে জয়! ন্যাশনাল গেমসে সোনা জয় হুগলির নূপুরের]

শুক্রবার পাটনায় ১৭ বিরোধী দলের বৈঠকে সেই ইস্যু ওঠে। কেজরিওয়াল (Arvind Kejriwal) কংগ্রেসের কাছে তাঁদের আবেদনে সাড়া দিচ্ছে কি না, তা এখনই স্পষ্ট করতে হবে। অর্থাৎ অর্ডিন্যান্স নিয়ে আপের পাশে দাঁড়িয়ে কংগ্রেস রাজ্যসভায় ভোট দেবে কি না, তা জানিয়ে দিক। তাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, এটা লোকসভা নির্বাচনের স্ট্র্যাটেজি বৈঠক, এখনই নিজেদের ইস্যু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। সূত্রের খবর, তাতেই খেপে যান কেজরিওয়াল। বৈঠকে রীতিমত বাকবিতণ্ডা শুরু হয় খাড়গে ও কেজরিওয়ালের মধ্যে। শেষপর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যান বিবাদ থামাতে। তিনি রাহুল গান্ধীকে ডেকে বলেন, ”আপনি এটা মিটিয়ে ফেলুন। মনে রাখতে হবে আমরা কিন্তু এখানে বিজেপি বিরোধিতা নিয়ে কথা বলতে একজোট হয়েছি।”

[আরও পড়ুন: বিরোধী বৈঠকে থাকলেও সাংবাদিক সম্মেলনে নেই কেজরি! কংগ্রেসের সঙ্গে দূরত্ব ঘিরে জল্পনা]

তারপর তাঁদের থামানো হয়। তবে এই কথা কাটাকাটির পর বৈঠক ছেড়ে বেরিয়ে যান কেজরিওয়াল। পরে বিবৃতি দিয়ে আপ জানায়, কংগ্রেস রয়েছে এমন জোটে যাওয়া সম্ভব নয়। তবে কি জোটের শুরুতেই ভাঙন? তেমন হলে অর্ডিন্যান্স ইস্যুতে কংগ্রেসের সমর্থন আদায় না হলে হয়ত বিরোধী জোটে থাকবে না আপ। যদিও এখনই এ বিষয়ে ভাবতে নারাজ বিরোধীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement