shono
Advertisement
Mamata Banerjee

নির্বাচনী প্রচারে শুভেন্দুর মুখে 'বোমা বিস্ফোরণ', পালটা 'কালীপটকা' চ্যালেঞ্জ মমতার

Published By: Sucheta SenguptaPosted: 03:22 PM Apr 21, 2024Updated: 03:45 PM Apr 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বোমা'র জবাব হবে 'কালীপটকা'য়। শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বোমা বিস্ফোরণ হুঁশিয়ারির পালটা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, ''বোমা কোথায় ফাটাবে? ওরা বোমা ফাটালে আমরা ফাটাব কালীপটকা। আগে ওরা কালীপটকা ফাটিয়ে দেখাক।'' রবিবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুমারগ্রামের চকরাম মাঠে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রর সমর্থনে জনসভা থেকে শুভেন্দুর হুঁশিয়ারির জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের শুভেন্দুকে 'গদ্দার' বলে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। বললেন, ''এবারের ভোটে গদ্দারদের জবাব দিন। ওদের কোনওদিন আমরা মেনে নেব না।''

Advertisement

চব্বিশের লোকসভা  নির্বাচনের আগে (Lok Sabha Election 2024) শনিবার মালদহের রতুয়ায় সভা করেন শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকেই তাঁর দাবি, “আগামী সপ্তাহের শুরুতেই একটা বোমা পড়বে। আগাম বলে রাখলাম। তবে সেটা কী, সেটা বিস্তারিত বলব না। সেই বোমায় একেবারে বেসামাল হয়ে যাবে তৃণমূল।” রবিবার কুমারগ্রাম থেকে তারই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)।  'গদ্দার' সম্বোধন করে বললেন, ''তৃণমূলের খেয়ে-পরে তার পর টাকা বাঁচাতে বিজেপিতে গিয়েছে। ইডি, সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছে। আর দিল্লি গিয়ে গদ্দাররা বলছে, বাংলাকে টাকা দেবেন না। মানুষ ওদের বিশ্বাস করে না, করবেও না। আর গদ্দার বোমা ফাটানোর কথা কাকে বলছে? ওরা বোমা ফাটালে আমরা কালীপটকায় জবাব দেব।''

[আরও পড়ুন: জয়সলমেরকে টেক্কা কলকাতার, ৪৫ ডিগ্রি পার পানাগড়ে, পাল্লা দিয়ে বাড়ছে সানস্ট্রোকও]

এদিনের সভা থেকে স্বভাবসুলভ ভঙ্গিতে বিজেপিকেও কড়া আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিধানসভা ভোট ও লোকসভা ভোটের পার্থক্য বুঝিয়ে তিনি বলেন, ''দিল্লির সরকার কী কাজ করেছে গত ১০ বছরে? সেই কৈফিয়ত তো দিতে হবে। এই ভোট দিল্লির। রাজ্যের ভোট নয়। রাজ্যের ভোট হলে কাজের কৈফিয়ত আমি দেব। কিন্তু এখানে আমার জবাব দেওয়ার কিছু নেই। মানুষকে জবাব দিতে হবে দিল্লির বাবুদের।'' কুমারগ্রামের চকরাম মাঠে জনসভার পরই তৃণমূল নেত্রী চলে যান বালুরঘাটে। সেখানে বিপ্লব মিত্রর সমর্থনে দ্বিতীয় জনসভা করেন। 

[আরও পড়ুন: প্রকাশ্যেই স্মরণ করান ‘রাজধর্ম’, মরিয়া চেষ্টাতেও মোদিকে সরাতে পারেননি বাজপেয়ী! কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুভেন্দু অধিকারীর 'বোমা বিস্ফোরণ'-এর পালটা 'কালীপটকা' হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।
  • শনিবার মালদহের সভা থেকে আগামী সপ্তাহে বোমা বিস্ফোরণের হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা।
  • রবিবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচনী জনসভা থেকে তার জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement