shono
Advertisement
Kolkata Police

লাভলির স্বামীর বদলির পর কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিমের নতুন ডিসি কে?

নির্বাচনী বিধি মেনে বিধায়ক লাভলির স্বামীকে সরিয়ে দেয় কমিশন।
Posted: 07:01 PM Apr 04, 2024Updated: 08:15 PM Apr 04, 2024

অর্ণব আইচ: কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিমের নতুন ডিসি রাহুল দে। তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী সৌম্য রায় ওই পদে ছিলেন। নির্বাচনী বিধি মেনে তাঁকে সরিয়ে দেয় কমিশন। সৌম্যর বদলির পর রাহুল দে-কে ওই পদে আনা হয়। কলকাতা পুলিশের ডিসি (এসটিএফ) ছিলেন রাহুল।

Advertisement

সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। তাঁর স্বামী সৌম্য রায়, কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিম ডিভিশনের ডিসি পদে কর্তব্যরত ছিলেন। একুশের ভোটের সময় হাওড়া গ্রামীণের পুলিশ সুপার ছিলেন সৌম্য। নির্বাচন আচরণবিধি মেনে তখন সেই সময় তাঁকে সরানো হয়েছিল। লোকসভা ভোটের আগে এবারও তাঁকে বদলির নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়, তাঁকে ভোট সংক্রান্ত কোনও কাজে ব্যবহার করা যাবে না। দক্ষিণ পশ্চিম ডিভিশনের ডিসিপি কাকে নিয়োগ করা হবে, তা ঠিক করতে কয়েকজন অফিসারের নাম পাঠাতে বলা হয় রাজ্যকে। ৩ এপ্রিল দুপুর তিনটের মধ্যে নাম পাঠাতে বলা হয়। সেই অনুযায়ী নাম পাঠানোও হয়। সেই অনুযায়ী বৃহস্পতিবার সৌম্যর জায়গায় এলেন রাহুল দে।

[আরও পড়ুন: ভোটের মুখে রাইমাকে হুমকি! ‘সুচিত্রার নাতনি হয়েও প্রোপাগান্ডা ছবিতে কেন?’ চিন্তায় সেন পরিবার]

বিধায়ক লাভলি মৈত্রের স্বামী সৌম্যকে বদলির খবর পাওয়ামাত্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চালসার বৃদ্ধশ্রম থেকে বেরিয়ে এই বদলি নিয়ে তোপ দাগেন। মমতার প্রতিক্রিয়া, “লাভলি বিধায়ক হওয়ার অনেক আগে সৌম্য আইপিএস হয়েছে। স্ত্রী বিধায়ক বলে কি স্বামী চাকরি করবে না? এ আবার কী!” শুধু তাই নয়, কেন্দ্রকেও পালটা আক্রমণ করেন। মমতার প্রশ্ন, "ভোটের মুখে নিজেদের কটা অফিসারকে বদলি করেছে? কজন বিএসএফকে বদলি করেছে? সকলের জন্য বিচার সমান হওয়া উচিত।” যদিও এ বিষয়ে প্রশাসনিক মহলে পালটা কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন: দাদা রিহ্যাবে, সংসার খরচ নিয়ে বউদির সঙ্গে অশান্তি! রোষেই খুন দেওরের? ওয়াটগঞ্জ হত্যাকাণ্ডে নয়া তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিমের নতুন ডিসি রাহুল দে। তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী সৌম্য রায় ওই পদে ছিলেন।
  • নির্বাচনী বিধি মেনে তাঁকে সরিয়ে দেয় কমিশন।
  • সৌম্যর বদলির পর রাহুল দে-কে ওই পদে আনা হয়। কলকাতা পুলিশের ডিসি (এসটিএফ) ছিলেন রাহুল।
Advertisement