বুদ্ধদেব সেনগুপ্ত: আমেঠি ও রায়বরেলি। দুই কেন্দ্র। চিন্তায় দুই শিবির।উত্তরপ্রদেশর এই দুই কেন্দ্রের প্রার্থী নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে কংগ্রেসে। নজরে রাখছে গেরুয়া শিবিরও।
অসুস্থতার কারণে এবার ভোট রাজনীতি থেকে অবসর নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। প্রাথমিকভাবে সোনিয়ার ছেড়ে যাওয়া আসনে কন্যা প্রিয়াঙ্কাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় এআইসিসি (AICC)। সূত্রের খবর, সিদ্ধান্ত বদলে প্রিয়াঙ্কাকে আমেঠিতে নিয়ে যাওয়া হতে পারে। বতর্মান সাংসদ ও কোন্দ্রীয় মন্ত্রী এবং রাহুল গান্ধীর প্রবল সমালোচক স্মৃতি ইরানিকে (Smriti Irani) চাপে ফেলতেই মল্লিকার্জুন খাড়গেদের সিদ্ধান্ত বদল। স্মৃতির মতো আগ্রাসী মহিলার বিরুদ্ধে প্রিয়ঙ্কাই যোগ্য বলে মনে করছে হাই কম্যান্ড। সে ক্ষেত্রে রাহুলকে সোনিয়ার কেন্দ্র রায়বরেলিতে নিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের এহেন সিদ্ধান্ত চাপে ফেলেছে গেরুয়া শিবিরকে। তাঁদের চিন্তা প্রিয়াঙ্কাকে নিয়ে। সোনিয়া-তনয়া আমেঠিতে প্রার্থী হলে স্মৃতি ইরানির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তায় বিজেপি।
[আরও পড়ুন: রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনের ফ্ল্যাট থেকে পরিচারিকার দেহ উদ্ধার, কীভাবে মৃত্যু, তদন্তে পুলিশ]
আমেঠি ও রায়বরেলি। উত্তরপ্রদেশের দুই লোকসভা কেন্দ্র গান্ধী পরিবারের ‘ঘরবাড়ি’ বলেই পরিচিত ছিল। গত লোকসভায় রায়বরেলি থেকে সোনিয়া গান্ধী জয়ী হলেও মুখ ফেরায় আমেঠি। রাহুল গান্ধীকে হতাশ করে আমেঠি। তবে আগাম আঁচ থাকায় কেরলের ওয়েনাড থেকেও প্রার্থী হয়ে সাংসদে যান সোনিয়া-তনয়। এবার আমেঠির হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া শতাব্দীপ্রাচীন কংগ্রেস। তাই লোকসভা ভোটের আট মাস আগেই কংগ্রেসের অন্দরে এই দুই কেন্দ্র নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, সোনিয়ার কেন্দ্র রায়বরেলি থেকে দাঁড়াতে পারেন রাহুল। আর আমেঠির বর্তমান সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে চাপে ফেলতে সেখানে প্রিয়াঙ্কাকে প্রার্থী করার কৌশল নিতে পারে কংগ্রেস হাইকমান্ড। স্মৃতির বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে প্রার্থী করার পিছনে কারণ তাঁর ট্র্যাক রেকর্ড। একার কৃতিত্বে পরপর দু’টি রাজ্যে ক্ষমতায় ফিরিয়েছেন কংগ্রেসকে। কর্ণাটক ও হিমাচলে ক্ষমতা দখল করে কংগ্রেস। প্রিয়াঙ্কার জনপ্রিয়তাকে কাজে লাগাতেই কংগ্রেসের এহেন কৌশল বলে সূত্রের খবর।
[আরও পড়ুন: বেরিয়ে ফেরার পথে অঘটন, গাড়ি ও লরির ধাক্কায় প্রাণ গেল সিভিক ভলান্টিয়ার-সহ ৩ জনের]
কংগ্রেস যে কৌশল বদল করছে সেই খবর পৌঁছেছে গেরুয়া শিবিরের অন্দরে। বসে নেই বিজেপিও। একান্তই রাহুল যদি কেন্দ্র বদল করে সেক্ষেত্রে স্মৃতির কেন্দ্রও বদল করা হতে পারে বলে গেরুয়া শিবির সূত্রে খবর। স্মৃতিকে রায়বরেলিতে প্রার্থী করা হতে পারে। আর আমেঠির ক্ষেত্রে অন্য কোনও হোভিওয়েটকে প্রার্থী করতে পারে বিজেপি বলে দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গ সূত্রে খবর।