shono
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024 Result

প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে জেলবন্দি খলিস্তানি অমৃতপাল, বারামুলায় 'সন্ত্রাসবাদী' রশিদের কাছে হার ওমরের

বিজেপির আমলে বিছিন্নতাবাদীদের রমরমা?
Published By: Anwesha AdhikaryPosted: 01:33 PM Jun 04, 2024Updated: 02:32 PM Jun 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে বড় চমক। জয়ের মুখে দাঁড়িয়ে রয়েছেন দুই 'জঙ্গি' নেতা। খলিস্তানি আন্দোলনের মুখ অমৃতপাল সিং বড় ব্যবধানে এগিয়ে গিয়েছেন। অন্যদিকে সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ সরবরাহে অভিযুক্ত আবদুল রশিদ শেখ জিতে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বিরুদ্ধে। উল্লেখ্য, দুই নেতাই রয়েছেন জেলে। অমৃতপাল ডিব্রুগড় এবং রশিদ তিহাড়ে বন্দি রয়েছেন। দুই নির্দল প্রার্থীর দাপটে ধরাশায়ী হতে চলেছে তাবড় রাজনৈতিক নেতারা।

Advertisement

দুবাই ফেরত অমৃতপাল প্রকাশ্যেই নিজেকে খলিস্তানি নেতা ভিন্দ্রেনওয়ালের অনুগামী বলে পরিচয় দেন। নিজেকে খলিস্তানি বলতে গর্ববোধ করেন তিনি। ভিন্দ্রানওয়ালের মতোই সামরিক পোশাক পরেন অমৃতপাল। তবে এই খলিস্তানি নেতা সকলের নজরে আসেন গত বছর থেকে। ২০২৩ সালে খলিস্তানি সংগঠন ‘ওয়ারিস পাঞ্জাব দে’র প্রধান হন। ঘনিষ্ঠ অনুচর লভপ্রীতের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে থানার সামনে বড়সড় বিক্ষোভ কর্মসূচি শুরু করেন খলিস্তানি নেতা অমৃতপাল। জাতীয় সুরক্ষা আইনে তাঁকে গ্রেপ্তার করে পাঠানো হয় ডিব্রুগড় জেলে। লোকসভা নির্বাচনে পাঞ্জাবের (Punjab) খাদুর সাহিব আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন দেন 'খলিস্তানি' নেতা অমৃতপাল সিং।

[আরও পড়ুন: ইস বার একশো পার! ব্র্যান্ড মোদির বাজারেও ‘আগুন পাখি’ কংগ্রেস

অন্যদিকে, পেশায় ইঞ্জিনিয়ার রশিদের বিরুদ্ধে রয়েছে টেরর ফান্ডিংয়ের অভিযোগ। ২০১৯ সালে ইউএপিএর আওতায় গ্রেপ্তার হন তিনি। সন্ত্রাসে মদত দেওয়া এবং আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে আপাতত বন্দি রয়েছেন তিহাড় জেলে। দুবারের বিধায়ক রশিদ আওয়ামি ইত্তেহাদ পার্টির সদস্য ছিলেন। কিন্তু লোকসভা নির্বাচনে কাশ্মীরের (Kashmir) বারামুলাতে মনোনয়ন জমা দেন নির্দল প্রার্থী হিসাবে। বিপক্ষে ছিলেন ওমর আবদুল্লার মতো হেভিওয়েট প্রার্থী। কিন্তু জেলবন্দি রশিদের হয়ে লাগাতার প্রচার চালিয়েছেন তাঁর দুই পুত্র।

ফলপ্রকাশের(Lok Sabha Election 2024 Result) দিন দেখা যায়, তাবড় রাজনৈতিক নেতাদের পিছনে ফেলে দিয়েছেন দুই 'সন্ত্রাসবাদী' প্রার্থী। বারামুলায় ১ লক্ষ ৪০ হাজারের বেশি ভোটে জিতে গিয়েছেন রশিদ। খাদুর সাহিব কেন্দ্রে এক লক্ষেরও বেশি ভোটে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছেন অমৃতপাল। ফলে প্রশ্ন উঠছে, বিজেপির আমলে যেখানে সন্ত্রাসবাদীদের 'ঘর মে ঘুসকে মার'-এর নিদান দেওয়া হয়, সেখানে সন্ত্রাসে দায়ে অভিযুক্তদের এমন রমরমা হচ্ছে কী করে? তাহলে কি বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার? ৫৬ ইঞ্চি ছাতির চৌকিদার নরেন্দ্র মোদির দেশের অন্দরেই গিয়ে ধীরে ধীরে অঙ্কুরিত হচ্ছে সন্ত্রাস আর বিছিন্নতার বীজ? হাজারো প্রশ্ন তুলে দেবে এই দুই প্রার্থীর সাফল্য। আগামী দিনে কি এইভাবেই নির্বাচনকে কাজে লাগিয়ে নিজের মত প্রতিষ্ঠা করবে 'জঙ্গি'রা?  

[আরও পড়ুন: যোগী-মোদি ম্যাজিক ফিকে! উত্তরপ্রদেশে বড় চমক ইন্ডিয়া জোটের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুবাই ফেরত অমৃতপাল প্রকাশ্যেই নিজেকে খলিস্তানি নেতা ভিন্দ্রেনওয়ালের অনুগামী বলে পরিচয় দেন। নিজেকে খলিস্তানি বলতে গর্ববোধ করেন তিনি।
  • পেশায় ইঞ্জিনিয়ার রশিদের বিরুদ্ধে রয়েছে টেরর ফান্ডিংয়ের অভিযোগ। ২০১৯ সালে ইউএপিএর আওতায় গ্রেপ্তার হন তিনি।
  • ফলপ্রকাশের দিন দেখা যায়, তাবড় রাজনৈতিক নেতাদের পিছনে ফেলে দিয়েছেন দুই 'সন্ত্রাসবাদী' প্রার্থী। বারামুলায় অন্তত ৮৮ হাজার ভোটে এগিয়ে রশিদ। খাদুর সাহিব কেন্দ্রে এক লক্ষেরও বেশি ভোটে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছেন অমৃতপাল।
Advertisement