সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার দেশজুড়ে চলছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। মোট ৮ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪৯ আসনে নির্বাচন হবে এদিন। ৬৯৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে ভোট দেবেন আমজনতা। পঞ্চম দফার ধনীতম প্রার্থীর হাতে রয়েছে ২১২ কোটি টাকার সম্পত্তি। অন্যদিকে, মাত্র ৬৭ টাকা সম্বল করেই নির্বাচনী ময়দানে নেমেছেন পঞ্চম দফার দরিদ্রতম প্রার্থী।
পঞ্চম দফায় (Lok Sabha Election 2024) পশ্চিমবঙ্গ (৭) বিহার (৫) ঝাড়খণ্ড (৩) মহারাষ্ট্র (১৩) ওড়িশা (৫) উত্তরপ্রদেশ (১৪) জম্মু ও কাশ্মীর (১) এবং লাদাখে (১) ভোট হচ্ছে। বাংলার শ্রীরামপুর, বারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগে ভোট (Lok Sabha 2024) সোমবার। এর বাইরে মহারাষ্ট্রের শহরাঞ্চলগুলিতে ভোটগ্রহণ হবে। মুম্বইয়ের ৬ আসনে নজর রয়েছে সব পক্ষের। আগেরবার শিব সেনা-বিজেপি জোট মুম্বই শহরাঞ্চলের সবকটি আসন জিতেছিল। রাজনৈতিক টক্করের পাশাপাশি নজর কেড়েছে প্রার্থীদের সম্পত্তির পরিমাণও।
[আরও পড়ুন: ‘মোদির আত্মবিশ্বাসে চিড় ধরেছে’, মহারাষ্ট্রে ৫০ শতাংশ আসনে জয়ের বার্তা পওয়ারের]
৬৯৫ জন প্রার্থীর মধ্যে ২২৭ জনই কোটিপতি। অর্থাৎ কোটিপতি প্রার্থীর সংখ্যা ৩৩ শতাংশ। সমাজবাদী পার্টির ১০ প্রার্থীদের মধ্যে সকলেই কোটিপতি। একই চিত্র শিব সেনা, এনসিপি শিবিরে। বিজেপির (BJP) প্রার্থীদের মধ্যে ৯০ শতাংশ কোটিপতি। ৮৬ শতাংশ কোটিপতি প্রার্থী রয়েছে তৃণমূল (TMC) থেকেও।
এই দফার ধনীতম প্রার্থী বিজেপির অনুরাগ শর্মা। উত্তরপ্রদেশের ঝাঁসি কেন্দ্র থেকে লড়ছেন তিনি। মোট ২১২ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। ধনীতম প্রার্থীদের তালিকায় দ্বিতীয় স্থানে নির্দল নীলেশ ভগবান সম্বারে। তাঁর সম্পদের পরিমাণ ১১৬ কোটি। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ১১০ কোটির সম্পত্তি নিয়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে, পঞ্চম দফার দরিদ্রতম প্রার্থী কাশ্মীরের বারামুলা কেন্দ্রের মহম্মদ সুলতান গনি। নির্দল এই প্রার্থীর কাছে রয়েছে মাত্র ৬৭ টাকা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুজঃফরপুরের নির্দল প্রার্থী মুকেশ কুমার। ৭০০ টাকা রয়েছে তাঁর কাছে। হুগলির নির্দল প্রার্থী সুরজিৎ হেমব্রমের কাছে ৫৪২৭ টাকা রয়েছে। দরিদ্রতম প্রার্থীদের মধ্যে তিনি তৃতীয় স্থানে।