সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণতন্ত্রের উৎসবের পয়লা দিনে শামিল হয়েছেন দাক্ষিণাত্যভূমের তারকারা। শুক্রবার বেলায় নির্বাচনী প্রথা সারতে গিয়েছিলেন সদ্য রাজনৈতিক কেরিয়ার শুরু করা থলপতি বিজয় (Thalapathy Vijay)। এদিন সকালের উড়ানেই চেন্নাই পৌঁছন অভিনেতা। সেখানকার নিলান গড়াই কেন্দ্রে ভোট দিতে গিয়েই উন্মত্ত জনতার ভিড়ে পড়তে হয় তামিল সুপারস্টারকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষমেশ নেতা-অভিনেতাকে বাঁচাতে আসরে নামতে হয় পুলিশকে।
ভোটকেন্দ্র থেকেই থলপতি বিজয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গেল জনতার ধাক্কায় তাঁর প্রাণ প্রায় ওষ্ঠাগত! ভিড়ের চাপে এতটাই নাজেহাল পরিস্থিতি হয় তাঁর যে শেষমেশ ওই ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশেরা এসে বাঁচান বিজয়কে। ফেব্রুয়ারি মাসেই নিজের রাজনৈতিক দল ঘোষণা করে ফিল্মি কেরিয়ারে ইতি টানার কথা ঘোষণা করেছেন তামিল সুপারস্টার।
[আরও পড়ুন: ভোটের গুঁতো! ভিড়ে ‘চিড়েচ্যাপ্টা’ কমল হাসান, বুথে রজনী আন্নাকে ছেঁকে ধরল ভক্তরা, তারপর?]
তামিলাগা ভেত্রি কোঝাগম দলের ঘোষণা করেই থলপতি বিজয় জানিয়ে দিয়েছেন যে, সিনেদুনিয়াকে খুব তাড়াতাড়ি বিদায় জানিয়ে আদ্যোপান্ত রাজনৈতিক কেরিয়ারে মন দেবেন অভিনেতা। লোকসভা ভোটের আবহে স্বাভাবিকভাবেই থালাপতির রাজনৈতিক দলকে নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিকমহলে। তবে অভিনেতা সাফ জানিয়ে দিয়েছিলেন যে, তিনি লোকসভা নির্বাচনে(Lok Sabha Election 2024) লড়বেন না, বরং তাঁর পাখির চোখ ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা ভোট। ইতিমধ্যেই প্রাথমিক স্তরে প্রস্তুতি শুরু করে দিয়েছেন থলপতি। সেই নেতা-অভিনেতাকেই শুক্রবার ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে জনতার ঠেলাঠেলিতে নাজেহাল হতে হল।
শুক্রবার সকালে নির্বাচনী প্রথা সারতে দেখা যায় বিজয় সেথুপতি, রজনীকান্ত (Rajinikanth), ধনুষ (Dhanush), অজিত-সহ ইলাইয়ারাজা, শরৎকুমার, রাধিকা, শিবাকার্তিকেয়দের। প্রথম দফার দিন চেন্নাইতে ভোট দিতে দেখা গেল গৌতম কার্তিক, পরিচালক সুন্দর সি, ভেত্রি মারন এবং শশীকুমারকেও।