দেবব্রত মন্ডল, জয়নগর: এ যেন 'সোনার কেল্লা' সিনেমার মুকুল। একাধিক মুকুল। ফলে কোন মুকুলকে খোঁজা হচ্ছে তা নিয়ে যথেষ্ট বিভ্রান্তি তৈরি হয় সোনার কেল্লার মুকুল কে অপহরণ করা নিয়ে। ঠিক তেমন এবার লোকসভা ভোটে লড়াইয়ে একটি কেন্দ্রে তিনটি প্রতিমা। অর্থাৎ তিন প্রতিমার লড়াই। তিনজনই মনোনয়ন জমা দিয়েছেন আলিপুরে। যা এক কথায় অভিনব।
একই নামের একাধিক প্রার্থীর লড়াই জয়নগরে (Jaynagar)। এই লোকসভা কেন্দ্রে তিন জন 'প্রতিমা মণ্ডল' প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা করেছেন। আলিপুরে অতিরিক্ত জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিক ভাস্কর পালের হাতে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা করেছেন তিনজনই। যার মধ্যে রয়েছেন এই কেন্দ্রের বিদায়ী তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। এছাড়াও 'প্রতিমা মণ্ডল' নামের আরও দুজন 'নির্দল' হিসাবে এখানে মনোনয়ন জমা করেছেন। জেলা প্রশাসন সূত্রে খবর, প্রাক্তন সাংসদ ছাড়াও 'প্রতিমা মণ্ডল' নামের আর যারা দুজন জয়নগর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেছেন, তাঁদের একজন থাকেন শহরের যাদবপুর এলাকায়। যা এই লোকসভা কেন্দ্রের অন্তর্গতই নয়। আরও একজন প্রতিমা মণ্ডল নামের যিনি মনোনয়ন জমা করেছেন তিনি অবশ্য জয়নগর লোকসভা কেন্দ্রের বকুলতলা থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত কারা লড়াইয়ের ময়দানে থাকবেন এবং জিতবেন তা একমাত্র সময়ই বলে দেবে।
[আরও পড়ুন: পারিবারিক অশান্তি থামাতে গিয়ে বীরভূমে প্রহৃত পুলিশ, বেধড়ক মার খেয়ে হাসপাতালে ৭]
যদিও দু’বারের সাংসদ তথা তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল বিষয়টিকে কোনভাবেই পাত্তা দিতে চান না। তিনি জানান, গত দুবার নির্বাচিত হয়ে এই লোকসভা কেন্দ্রের মানুষের জন্য কাজ করেছি। এখন ভোটের সময় অন্য কেউ এসে মনোনয়ন জমা দিয়ে দাঁড়াতে পারেন। তাতে কিছু যায় আসে না। উল্লেখ্য, ২০১৪ সালে লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) বাম প্রার্থীকে হারিয়ে এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করেন প্রতিমা মণ্ডল। পরের বার ২০১৯ সালে এই কেন্দ্রের বিজেপি প্রার্থীকে হারিয়ে আবারও জয়ী হন তিনি। এবারেও জয়ের বিষয়ে সম্পূর্ণ আশাবাদী তিনি।
অন্যদিকে, জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই কেন্দ্রে প্রতিমা মণ্ডল নামের ৩ জন মনোনয়ন জমা করেছেন। যার মধ্যে একজন শাসক দলের বিদায়ী সাংসদ। বাকি দুজন 'নির্দল' হিসাবে মনোনয়ন জমা করেন। তবে ইতিমধ্যেই এক নির্দল প্রার্থী প্রতিমা মণ্ডল মনোনয়ন প্রত্যাহার করার জন্য আবেদন জমা করেছেন। এ বিষয়ে নির্বাচনী আধিকারিক ভাস্কর পাল বলেন, তিনজন মনোনয়ন জমা দিয়েছেন নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম নীতি মেনে । তবে ইতিমধ্যেই একজন মনোনয়ন জমা করার পর তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।
শেষ দফা অর্থাৎ ১ জুন ভোট হবে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর কেন্দ্রে। ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ১৪ তারিখ ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র তুলে নেওয়ার শেষ তারিখ ১৭ই মে। জয়নগর কেন্দ্র থেকে আর এস পি প্রার্থী হয়েছেন সমরেন্দ্রনাথ মন্ডল। বিজেপির প্রার্থী হয়েছেন ডঃ অশোক কান্ডারী, এস ইউ সি প্রার্থী হয়েছেন নিরঞ্জন নস্কর। স্বীকৃত এই সমস্ত রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে মনোনয়ন জমা করেছেন এই দুই প্রতিমা মন্ডল। শেষ পর্যন্ত যদি নির্বাচনী লড়াই টিকে থাকেন তারা তাহলে তারা লড়বেন নির্দল প্রার্থী হয়ে।