shono
Advertisement

‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর খবরে সিলমোহর, ব্রিগেড মঞ্চ থেকেই প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের

নবীন, প্রবীণ এবং মহিলা মুখের সমন্বয়ে ঘোষিত তৃণমূলের প্রার্থী তালিকা, নতুন মুখ কারা?
Posted: 02:18 PM Mar 10, 2024Updated: 07:16 PM Mar 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনতার দরবারেই জনতার প্রতিনিধিদের নাম ঘোষণা। নতুন নজির গড়ে ব্রিগেডের মঞ্চ থেকেই ২০২৪ লোকসভা (Lok Sabha 2024) নির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিন আগেই এ খবর জানিয়েছিল ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। 

Advertisement

তৃণমূল সূত্রের দাবি, শাসকদলের তালিকা তৈরি হয়েছে নবীন, প্রবীণ এবং মহিলা মুখের সমন্বয়ে। প্রার্থী তালিকায় একাধিক জনপ্রিয় এবং চমকপ্রদ নামও রয়েছে। থাকছে একাধিক নতুন মুখ। তবে একই সঙ্গে ভরসা রাখা হচ্ছে পোড়খাওয়া প্রবীণ নেতাদের উপরও।

[আরও পড়ুন: ‘আমার শরীর নিয়ে খেলা করেছে!’, আদিল ফের বিয়ে করতেই গর্জে উঠলেন রাখি]

অভিষেক বন্দ্যোপাধ্যায় যথারীতি প্রার্থী হচ্ছেন ডায়মন্ড হারবার থেকে। নিজ নিজ কেন্দ্রে ফের টিকিট পাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee), সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, প্রতিমা মণ্ডলরা। বহু বিতর্কের জেরে বারাকপুরে প্রার্থী হলেন না অর্জুন সিং, ওই কেন্দ্রে লড়বেন পার্থ ভৌমিক। এছাড়া উলুবেড়িয়ায় সাজদা আহমেদ, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র, ঘাটালে ফের দেবকে টিকিট  দেওয়া হল। নতুন মুখেদের মধ্যে হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়, যাদবপুরে সায়নী ঘোষ, মেদিনীপুরে জুন মালিয়াকে দাঁড় করাল তৃণমূল। সদ্য বিজেপি থেকে দলে যোগ দেওয়া মুকুটমণি অধিকারীকে রানাঘাট থেকে প্রার্থী করল শাসকদল।

[আরও পড়ুন: চিনের চিন্তা বাড়িয়ে সেলা টানেল উদ্বোধন মোদির, অরুণাচলে ‘মাস্টারস্ট্রোক’ ভারতের]

নতুন মুখদের মধ্যে সবচেয়ে চমকপ্রদ নাম ক্রিকেটার ইউসুফ পাঠানের।  বহরমপুরে লড়বেন ইউসুফ। প্রার্থী হলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তমলুকের মতো কঠিন কেন্দ্রে প্রার্থী করা হল শাসকদলের উদীয়মান মুখকে। ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী সম্ভবত হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উত্তরবঙ্গের সদ্য প্রাক্তন পুলিশকর্তা প্রসুন বন্দ্যোপাধ্যায় মালদহ উত্তর কেন্দ্র থেকে। অভিনেত্রী সাংসদ নুসরত জাহান এবার টিকিট পেলেন না।  যাদবপুরের বিদায়ী সাংসদ মিমি চক্রবর্তীকে শেষ পর্যন্ত টিকিট দিল না শাসকদল। তাঁর বদলে ওই কেন্দ্রে প্রার্থী সায়নী ঘোষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement