-
- ফটো গ্যালারি
- Lok sabha election 2024 tmc supremo mamata banerjee visited north dinajpur for campaign and said i love you to the young brigade
'আই লাভ ইউ', হেমতাবাদে দলীয় প্রার্থীর প্রচারে মঞ্চে উঠেই কাকে একথা বললেন মমতা!
লোকসভা ভোটের প্রচারে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূল সুপ্রিমো। তারই মাঝে নিজস্ব ভঙ্গিতে সারছেন জনসংযোগ।
Tap to expand
লোকসভা ভোটের প্রচারে আপাতত উত্তরবঙ্গ ঘুরছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুই জেলা দক্ষিণ ও উত্তর দিনাজপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করেন তিনি। নিজস্ব চিত্র।
Tap to expand
বালুরঘাটে এবারের তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান নেতা বিপ্লব মিত্র। তাঁর সমর্থনে তপনে জনসভা করেছেন তৃণমূল নেত্রী। নিজস্ব চিত্র।
Tap to expand
উনিশের নির্বাচনে বালুরঘাট কেন্দ্র গিয়েছিল বিজেপির দখলে। সাংসদ হন সুকান্ত মজুমদার। চব্বিশের ভোটে বিপ্লব মিত্রকে জিতিয়ে তা পুনরুদ্ধারের ডাক দিয়েছেন নেত্রী। নিজস্ব চিত্র।
Tap to expand
তপন থেকে শনিবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্য়ায় চলে যান পাশের জেলা উত্তর দিনাজপুরে। এখানে রায়গঞ্জ কেন্দ্রের দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে প্রচার করেন হেমতাবাদে। নিজস্ব চিত্র।
Tap to expand
আর হেমতাবাদের সভায় মঞ্চে উঠেই যুব সম্প্রদায়কে সম্বোধন করেন 'দিদি'। বলেন, ''আমি শুনতে পাচ্ছি, ছাত্র-যুবরা বলছে, দিদি উই লাভ ইউ। আই লাভ ইউ টু, তোমরা ভালো থেকো।'' মুখ্যমন্ত্রীর এই মধুর ভাষণে আনন্দে হাততালির ঝড় ওঠে জনতার মধ্যে। নিজস্ব চিত্র।
Tap to expand
হেমতাবাদের সভার শেষে মঞ্চ থেকে নামার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এগিয়ে যায় এক খুদে। তাকে আদর করে আশীর্বাদ করেন রাজ্যের অভিভাবিকা। আসলে এভাবে জনসংযোগেই তিনি বরাবর অভ্যস্ত। নিজস্ব চিত্র।
Published By: Sucheta SenguptaPosted: 10:07 PM Apr 06, 2024Updated: 10:07 PM Apr 06, 2024
লোকসভা ভোটের প্রচারে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূল সুপ্রিমো। তারই মাঝে নিজস্ব ভঙ্গিতে সারছেন জনসংযোগ।