সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত দফায় লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে শনিবার। সন্ধে গড়াতেই আগাম সমীক্ষার রিপোর্ট আসতে শুরু করেছে। ৪ জুন ভোটের ফলাফল প্রকাশের আগে এই এক্সিট পোলের (Exit Poll) দিকে নজর সবমহলের। কী বলছে বিভিন্ন সংস্থার সমীক্ষা? শনিবার সন্ধেয় প্রকাশিত হওয়া অধিকাংশ এক্সিট পোলে ইঙ্গিত, বাংলায় এবার উত্থান ঘটবে বিজেপির। পিছিয়ে পড়বে শাসকদল তৃণমূল। তবে এই হিসেবনিকেশে পুরোপুরি আস্থা রাখা যুক্তিহীন। অতীত বলছে, উনিশের লোকসভা ভোটেও জাতীয় স্তরের বহু সমীক্ষা ফলাফল পুরোপুরি মেলাতে ব্যর্থ। আর একুশের বিধানসভা ভোটে এক্সিট পোল অনুযায়ী, বিজেপির অনেক ভালো ফল করার ইঙ্গিত থাকলেও বাস্তবে তা ঘটেনি। সমস্ত অঙ্ক মিথ্যে করে ক্লিন সুইপ করেছিল ঘাসফুল শিবির এবং গেরুয়া শিবিরের দখলে এসেছিল মাত্র ৭৭ আসন।
বাংলার ৪২ আসনের মধ্যে ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ২২ আসনে, বিজেপির দখলে এসেছিল ১৮ টি। বাকি দুটি আসন পেয়েছিল কংগ্রেস। পরে অবশ্য দলবদলের জেরে তৃণমূল ও বিজেপির আসন সংখ্যায় সামান্য রদবদল হয়। ২০২৪ লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) এই অঙ্ক কীভাবে বদলাবে? সমীক্ষা বলছে, ভোটপরীক্ষায় তৃণমূলের ফলাফলের অবনমন ঘটবে। তুলনায় ভালো ফল করবে বিজেপি। তাদের আসন সংখ্যা বাড়বে অনেকটাই।
রিপাবলিক-মেটরিজের সমীক্ষা বলছে -
বাংলায় বিজেপি (BJP) পেতে চলেছে ২১ থেকে ২৫টি আসন, তৃণমূলের (TMC) ঝুলিতে আসতে পারে ১৬ থেকে ২০টি। বাম-কংগ্রেস জোট জিততে পারে একটি আসনে।
এবিপি-C ভোটারের হিসেবনিকেশ অনুযায়ী -
তৃণমূল জিততে পারে ১৩ থেকে ১৭টি আসনে, বিজেপি পেতে চলেছে ২৩ থেকে ২৭। বাম-কংগ্রেসের দখলে আসতে পারে ১ থেকে ৩টি আসন।
জন কি বাত সংস্থার সমীক্ষা রিপোর্ট -
বিজেপির ২১ থেকে ২৬ আসনে জয়ী হতে পারে, তৃণমূলের দখলে আসতে চলেছে ১৬ থেকে ১৮ টি আসন।
ইন্ডিয়া নিউজ-ডি ডায়নামিক্সের হিসেব বলছে -
২০১৯ এর তুলনায় বাংলার ফলাফলে তেমন হেরফের হবে না। বিজেপি আসন সংখ্য়া বাড়িতে ২১-এ পৌঁছবে, তৃণমূল পেতে পারে ১৯ টি আসন।
টুডে'জ চাণক্য-র সমীক্ষা অনুযায়ী -
বিজেপি পেতে পারে ২৪ আসন, এই সংখ্য়া হেরফের হতে পারে বড়জোড় ৫টি। তৃণমূলের ঝুলিতে আসার সম্ভাবনা ১৭ আসন, এক্ষেত্রেও পাঁচের হেরফের হতে পারে। কংগ্রেস পেতে পারে ১টি।
টিভি-৯ এর হিসেব বলছে -
তৃণমূল জিততে পারে ২৪ আসনে, বিজেপির দখলে ১৭ এবং একটি আসন পেতে পারে বাম-কংগ্রেস জোট ১ টি আসনে জয়ী হতে পারে।
[আরও পড়ুন: ভোটের দিন স্বমেজাজে মদন, তন্ময়কে ‘দুধ খাওয়ানো’র পরামর্শ, দিলেন ‘দমদম দাওয়াই’!]
মোটের উপর বেশিরভাগ সমীক্ষা অনুযায়ী, বঙ্গে পদ্মঝড়ের সম্ভাবনা। আর ২০১৯ সালের তুলনায় রাজধানীর রাজনৈতিক লড়াই ধাক্কা খাবে শাসকদল তৃণমূল। শূন্যের খরা কাটিয়ে বাম-কংগ্রেসের সামান্য উত্থান হওয়ার ইঙ্গিত রয়েছে। তবে এই সমীক্ষার সত্যতা বোঝা যাবে ৪ জুন, ভোটগণনা ও ফলপ্রকাশের পর।