আকাশ মিশ্র: রুপোলি পর্দা, মঞ্চে দীর্ঘকাল ধরে সহজ বিচরণ। আর রাজনৈতিক ময়দানেও ঠিক ততটাই সাবলীল তিনি। স্রেফ বাম আদর্শে ভরসা আর বিশ্বাস রেখেই শত ব্যস্ততার মধ্যেও দলের বড় বড় কর্মসূচিতে সর্বাগ্রে দেখা যায় তাঁকে। আর দলের প্রতি এই আন্তরিক সমর্পণ দেখে তাঁকে এবার দিল্লির লড়াইয়ে এগিয়ে দিয়েছে আলিমুদ্দিন। তিনি অভিনেতা দেবদূত ঘোষ (Debdut Ghosh)। চব্বিশের লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) তিনি বারাকপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী। শুক্রবার সন্ধেবেলা সাংবাদিক বৈঠক করে তাঁর নাম ঘোষণা করেছেন বিমান বসু। সেসময় শুটিংয়ে ছিলেন দেবদূত। প্রার্থী হওয়ার খবর শুনেই প্রচারে ঝাঁপাতে একেবারে প্রস্তুত 'অনুরাগের ছোঁয়া'র প্রবীর সেনগুপ্ত। তারই ফাঁকে কথা বললেন 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'-এর সঙ্গে।
সিপিএমের হয়ে প্রচারে দেবদূত ঘোষ। ফাইল ছবি।
এই মুহূর্তে ছোট-বড়পর্দা ও মঞ্চ মিলিয়ে বেশ কয়েকটি কাজের সঙ্গে যুক্ত দেবদূত ঘোষ। সিরিয়ালের ফাঁকে মঞ্চেও তাঁর অভিনয় সমাদৃত। এসবের পাশাপাশি বাম রাজনীতিতেও তিনি বেশ সক্রিয়। তবে আগামী কয়েকমাস অভিনয় জগৎ থেকে পুরোপুরি ছুটি নিচ্ছেন বলে 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'কে জানালেন দেবদূত। তাঁর কথায়, ''আমি অভিনয় থেকে আপাতত ছুটি নিচ্ছি। আগেরবারেও তাই করেছিলাম। কারণ, রাজনৈতিক লড়াই। মানুষ একটা বড় দায়িত্ব দিচ্ছে। সেটা দু নৌকায় পা দিয়ে চলা যায় না।'' ভোটপ্রচারের স্ট্র্যাটেজি কী? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে দেবদূত অবশ্য দলকেই দায়িত্ব দিলেন। বললেন, ''আসলে আমি একা তো প্রচারের কিছু ঠিক করতে পারব না। একটা কমিটি আছে। যে এলাকার প্রার্থী, সেখানে সংগঠন আছে। নেতা-কর্মীরা সবাই মিলে ঠিক করবেন। বিশেষত সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা আছে। সেখানকার দল, সংগঠন ঠিক করবে। সেইমতো সব হবে।''
[আরও পড়ুন: আইনজীবীদের কর্মবিরতিকে কেন্দ্র করে উত্তপ্ত আদালত, গণ্ডগোলে অসুস্থ বিচারক, ভর্তি হাসপাতালে]
এই প্রথম নয়। একুশের বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2021) টালিগঞ্জ আসন থেকে দেবদূত ঘোষকে প্রার্থী করেছিল সিপিএম (CPM)। সেসময় তাঁর দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের অরূপ বিশ্বাস ও বিজেপির বাবুল সুপ্রিয়। নিঃসন্দেহে কঠিন লড়াই ছিল। আর চব্বিশের ভোটে বারাকপুরের লড়াইও যথেষ্ট কঠিন। একদিকে 'বাহুবলী' অর্জুন সিং, আরেকদিকে রাজ্যের মন্ত্রী ও পরিচিত মুখ পার্থ ভৌমিক। প্রতিপক্ষকে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে নারাজ সিপিএম প্রার্থী। বললেন, ''বিরোধীদের কিছু বলতে চাই না। যা বলার মানুষকে বলব।'' তাঁর আরও বিশ্বাস, স্বচ্ছ ও অবাধ ভোট হলে জয় নিশ্চিত। শুধু বারাকপুরই নয়, বাংলা থেকে বেশিরভাগ বাম প্রার্থী যাবেন সংসদে।