shono
Advertisement

Breaking News

Mamata Banerjee

ভোটের মাঝে দেবকে বিশেষ নির্দেশ মমতার, কী বললেন?

ষষ্ঠ দফায় দেবের ভাগ্য নির্ধারণ।
Published By: Sayani SenPosted: 03:48 PM May 20, 2024Updated: 05:34 PM May 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৫ মে, ষষ্ঠ দফায় ঘাটালে ভোটাভুটি। সেদিনই তৃণমূলের তারকা প্রার্থী দেবের ভাগ্য নির্ধারণ। তার আগে সোমবার পাঁশকুড়ায় দেবের সমর্থনে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালে ভোটের ঠিক আগে দেবকে বিশেষ নির্দেশও দিলেন তিনি।

Advertisement

মমতা (Mamata Banerjee) এদিন বলেন, ‘‘আমাদের বিধায়ক ফিরোজা বিবি বয়স্ক। কিন্তু নন্দীগ্রামের শহিদের মা। তাই শহিদের মা হিসাবে শহিদ সম্মান দেওয়ার জন্য পাঁশকুড়ার মানুষ তাঁর নাম প্রস্তাব করেন। তাই তিনি জিতেছেন। তিনি হয়তো সবসময় আসতে পারেন না বয়সের ভারে। কিন্তু আমরা তাঁকে শহিদের মা হিসাবে সম্মান করি। দেবকে বলব যেমন ঘাটালে খুব যায়। ডেবরা, কেশপুরে যায়। এবার থেকে ফিরোজাকে সাহায্য করার জন্য এখানে একটু বেশি সময় দিতে।’’ 

[আরও পড়ুন: ‘১৩ বছর আগে মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম শপথ’, পুরনো কথা স্মরণ মমতার]

পাঁশকুড়ার সভামঞ্চে দাঁড়িয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মমতা। কেউ ভালোবেসে তাঁকে কাজুবাদাম,  আবার কেউ বা তাঁকে তেলেভাজা খেতে দিতেন বলেই জানান তৃণমূল নেত্রী। বলেন, ‘‘আগে কেন বারবার পাঁশকুড়া আসতাম জানেন? আপনাদের মসজিদ, যেটা রাস্তার উপর ছিল, রাস্তা চওড়া ছিল না, দুপাশে অনেক দোকান ছিল। বাড়ি ছিল। একবার মেদিনীপুর ঢুকলেই দাঁড়াতে হত।’’

নির্বাচনী প্রচারে রাজ্যের বিভিন্ন জেলায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শেষে মঞ্চেই কখনও নাচতে। আবার কখনও ধামসা, মাদল বাজাতেও দেখা যায় তাঁকে। তবে এদিন সভাশেষে ব্যতিক্রম। এদিন আর সেসব করেননি। কারণ, সকাল থেকেই কালো মেঘে ঢেকেছে আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভেজে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। বজ্রপাতজনিত বিপদের সম্ভাবনার কথা মাথায় রেখে আশঙ্কাপ্রকাশ করেন মমতা। বলেন, ‘‘আকাশের অবস্থা খুব খারাপ। সভা শেষে অনুষ্ঠান করে যাই। কিন্তু আজ করছি না। যদি বজ্রপাত হয়। দেব জিতলে কথা দিচ্ছি, সাংস্কৃতিক অনুষ্ঠান করব। কপ্টার দেখার জন্য দাঁড়াবেন না।’’ সভা শেষে জুন মালিয়াকে নিয়ে ফের রোড শো-ও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

[আরও পড়ুন: লকেটের ‘চোরে’র পালটা অসীমার ‘ডাকাত’, ধনেখালিতে ধুন্ধুমার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আদামী ২৫ মে, ষষ্ঠ দফায় ঘাটালে নির্বাচন।
  • ভোটের মাঝে দেবকে বিশেষ নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  • পাঁশকুড়ায় বেশি সময় দেওয়ার কথা বললেন তৃণমূল নেত্রী।
Advertisement