shono
Advertisement

Breaking News

Cooch Behar

তৃণমূলের প্রচারের গাড়ি 'ভাঙচুর', ঝরল রক্ত, ভোটের মুখে রণক্ষেত্র ভেটাগুড়ি

বিজেপি এই কাজ করেছে বলেই অভিযোগ।
Posted: 02:49 PM Apr 17, 2024Updated: 06:38 PM Apr 17, 2024

বিক্রম রায়, কোচবিহার: প্রচারের শেষদিন কোচবিহারে দফায় দফায় অশান্তি। ভেটাগুড়িতে তৃণমূলের প্রচারের গাড়িতে হামলার অভিযোগ। বিজেপি এই কাজ করেছে বলেই অভিযোগ। হামলায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলেই দাবি শাসক শিবিরের।

Advertisement

বুধবার তিনটি গাড়ি নিয়ে ভেটাগুড়িতে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল নেতা-কর্মীরা। ভেটাগুড়িতেই বাস বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের। অভিযোগ, ওই এলাকাতেই তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিলের উপর হামলা করা হয়। বিজেপি কর্মী-সমর্থকরা গাড়ি ভাঙচুর করেন বলেও অভিযোগ। হামলার ভোটের মুখে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখমও হন। এই ঘটনার প্রতিবাদে সরব শাসক শিবির। উদয়ন গুহর ছেলে সায়ন্তনের নেতৃত্বে থানার সামনে ধরনায় বসেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

[আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে এবার কঠিন হবে প্রশ্ন? বড়সড় বদল আনতে চলেছে সংসদ]

এদিকে, ভোটের আগের দিন অশান্তি হয়েছে শীতলকুচিতেও। মীরপাড়া গ্রামের ছিটবাড়ির কাছে তৃণমূলের অস্থায়ী কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ। শাসক শিবিরের দাবি, বিজেপি কর্মী-সমর্থকরা ভোটের আগে অশান্তি তৈরি করতে এমন কাজ করেছে। যদিও বিজেপি বিধায়ক বরেন বর্মণ যদিও অভিযোগ অস্বীকার করেছে। গেরুয়া শিবিরের কেউ অগ্নিকাণ্ডের সঙ্গে যুক্ত নয় বলেই দাবি তাঁর।

[আরও পড়ুন: মমতার উত্তরসূরি কি অভিষেক? মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রচারের শেষদিন কোচবিহারে দফায় দফায় অশান্তি। ভেটাগুড়িতে তৃণমূলের প্রচারের গাড়িতে হামলার অভিযোগ।
  • বিজেপি এই কাজ করেছে বলেই অভিযোগ।
  • হামলায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলেই দাবি শাসক শিবিরের।
Advertisement