অরিজিৎ গুপ্ত, হাওড়া: নবান্নের কাছে বড় দুর্ঘটনা (Accident)। নিুয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ছাইবোঝাই কন্টেনার। সেই ছাইয়ের তলায় চাপা পড়ে যায় এক পথচারী। লরির পাশে অ্যাম্বুল্যান্স এনে দীর্ঘক্ষণ ওই ব্যক্তিকে অক্সিজেন দেওয়া হচ্ছিল বলে খবর। শনিবার এই ঘটনায় ব্যাপক যানজট তৈরি হয় দ্বিতীয় হুগলি সেতু সংলগ্ন এলাকায়। বহু চেষ্টার পর দুর্ঘটনার দেড় ঘণ্টা বাদে ওই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু শেষরক্ষা হল না। হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্রে খবর, বিকেল ৫টা নাগাদ কোলাঘাট থেকে ছাইয়ের কন্টেনারবোঝাই একটি লরি কলকাতার দিকে আসছিল। হঠাৎই নবান্নের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় লরিটি। উলটানো কন্টেনারের নিচে চাপা পড়ে যান এক পথচারী। দেড় ঘণ্টা পর ওই পথচারীকে উদ্ধার করা হয়। পাশে অ্যাম্বুল্যান্স থেকে তাঁর নাকে নল লাগিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছিল।
[আরও পড়ুন: দুপুর থেকে সংজ্ঞাহীন সুকান্ত মজুমদারের তিন বছরের মেয়ে, ভরতি হাসপাতালে]
ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল বিভাগের কর্মীরা। দু’ঘণ্টা ধরে চেষ্টা চালিয়েও কন্টেনারবোঝাই লরিটি সরানো যায়নি। তিনটি হাইড্রা দিয়ে লরিটি তুলতে গেলে তার ছিঁড়ে যায়। দমকলকর্মীরা জানিয়েছেন, লরিটি প্রচণ্ড ভারী। তাঁরা বন্দরে খবর দেন। সেখান থেকে ক্রেন এনে কন্টেনারটি সরানো হবে। পরে অবশ্য হাইড্রার সাহায্য়ে কন্টেনারের উপরের অংশ তুলে নিয়ে ওই পথচারীকে উদ্ধার করা হয়। পাঠানো হয় হাসপাতালে। সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
[আরও পড়ুন: Karachi Blast: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল করাচি, মৃত অন্তত ১০]
এদিকে নবান্নের কাছে কলকাতামুখী লেনে দুর্ঘটনা ঘটায় বন্ধ ছিল লেনটি। ব্যাপক যানযট তৈরি হয়েছিল। সাড়ে ছ’টার পর থেকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী কন্টেনারটিকে এখনও সরানো যায়নি।