সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ বছরের প্রেমিক৷ ২৪ বছরের প্রেমিকা৷ প্রেম সাগরে হাবুডাবু খেতে খেতে দিক-বেদিকের ঠিকানাই ছিল না কারও৷ কিশোর প্রেমিকের ঘাড়ে ভালবাসার চিহ্ন স্বরূপ ‘লাভ বাইট’ উপহার হিসেবে দিয়েছিল যুবতী প্রেমিকা৷ অভিযোগ, ভালবাসার এই ক্ষতই প্রাণ নিল মেক্সিকোর জুলিও মাসিয়াস গঞ্জালেসের৷
ঘটনাটি ঘটে দু’জনের এই সাক্ষাতের বেশ কিছুক্ষণ পরে৷ পরিবারের সঙ্গে ডিনার সারছিল মাসিয়াস৷ আচমকা খিঁচুনি ধরে তাঁর৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই মৃত্যু হয় মেক্সিকান কিশোরের৷
হাসপাতাল সূত্রে পরিবার জানতে পারে, মাসিয়াসের ঘাড়ে একটি দাঁত দিয়ে কামড়ানোর মতো ক্ষত রয়েছে৷ যা ‘লভ বাইট’ বলেই মনে করছেন ডাক্তাররা৷ সেখানেই রক্ত জমাট বেঁধে গিয়েছিল৷ যার ফলে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যায় মাসিয়াস৷
মাসিয়াসের পরিবার এই যাবতীয় দায় তাঁর ২৪ বছরের প্রেমিকার উপরই চাপিয়েছে৷ পুলিশে অভিযোগও দায়ের করেছেন তাঁরা৷ অভিযুক্ত প্রেমিকা ঘটনার পর থেকেই নিখোঁজ৷ তাঁর খোজে তল্লাশি চালাচ্ছে মেক্সিকো পুলিশ৷
The post প্রেমিকার ‘লাভ বাইট’ প্রাণ নিল কিশোরের appeared first on Sangbad Pratidin.