-
- ফটো গ্যালারি
- Love life of shubman gill includes sara tendulkar and sara ali khan
দুই সারার পর পাঞ্জাবি অভিনেত্রী, মাঠের বাইরেও চুটিয়ে খেলছেন শুভমন
ইতিমধ্যেই শুভমন গিলের সঙ্গে জড়িয়েছে একাধিক সুন্দরীর নাম।
Tap to expand
কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভমন গিল। ভারতের মোস্ট এলিজিবল ব্যাচেলরেদের তালিকায় প্রথম সারিতেই রয়েছে তাঁর নাম। প্রতিভাবান ক্রিকেটারের স্মিত হাসির প্রেমে মজেছেন অনেকেই। অল্প বয়সেই তাঁর সঙ্গে জড়িয়েছে একাধিক সুন্দরীর নাম।
Tap to expand
শুভমনের সঙ্গে বহুদিন ধরে শোনা গিয়েছিল সারা তেণ্ডুলকরের নাম। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন তেণ্ডুলকরের একমাত্র কন্যা সারার সঙ্গে সম্পর্ক রয়েছে শুভমনের, এই নিয়ে প্রচুর লেখালেখি হয় মিডিয়ায়। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেননি দুজনের কেউই।
Tap to expand
শুভমনের ডবল সেঞ্চুরির দিনেই ভাইরাল হয়ে যায় একটি টুইট। শুভমনের সঙ্গে কন্যা সারার বাগদানের ঘোষণা করেছেন শচীন, হু হু করে এই খবর ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। পরে অবশ্য জানা যায়, এটি ভুয়ো টুইট।
Tap to expand
তবে গত বছরের মাঝামাঝি শোনা যায়, অন্য এক সারার প্রেমে মজেছেন তারকা ব্যাটার। বলিউড অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে একান্তে দেখা যায় শুভমনকে। দুবাইয়ের রেস্তরাঁয় খেতে যাওয়া থেকে শুরু করে বিমানবন্দরে-নানা জায়গায় একসঙ্গে দেখা যায় তাঁদের।
Tap to expand
এই ছবি ভাইরাল হওয়ার কয়েকদিনের মধ্যেই একটি চ্যাট শোয়ে উপস্থিত ছিলেন ভারতীয় ওপেনার। সাক্ষাৎকার নেওয়ার সময়ে তাঁকে জিজ্ঞাসা করা হয়, "সারা আলি খানকে আপনি কি ডেট করছেন?" লাজুক হেসে পাঞ্জাবি ব্যাটার বলেন, "হয়তো"। সেখান থেকেই দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বাড়ে।
Tap to expand
দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন শুভমন। সেই সময়ে গুঞ্জন শোনা গিয়েছিল, কেকেআর মালিক শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে কিছুদিন সম্পর্কে ছিলেন শুভমন।
Tap to expand
বাবার পদাঙ্ক অনুসরণ বলিউডে পা রাখতে চলেছেন সুহানা। তবে শুভমনের সঙ্গে সম্পর্ক নিয়ে খুব বেশিদিন গুঞ্জন শোনা যায়নি। সুহানাকে কিছুদিন আগে এক যুবকের সঙ্গে দেখা গিয়েছিল। তবে তার পরিচয় নিয়ে কিছু জানা যায়নি।
Tap to expand
গিলের জীবনে সুন্দরীর ভিড়ে এবার যোগ হয়েছে পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়ার নাম। একবার শুভমনের সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি। বুধবার ভারতীয় ক্রিকেটার ২০০ রানের ইনিংস খেলার পরেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়, সম্ভবত সম্পর্কে রয়েছেন সোনম ও শুভমন।
Tap to expand
৩৩ বছর বয়সি এই পাঞ্জাবি সুন্দরী অবশ্য সঙ্গে সঙ্গেই টুইট করে জানিয়ে দেন, এই জল্পনা ভিত্তিহীন। বরং তাঁর টুইটে নতুন করে জল্পনা উসকে গিয়েছে। নেটিজেনদের অনেকেই মনে হচ্ছে, এই টুইটের মাধ্যমে আসলে সারা-শুভমনের সম্পর্কে সিলমোহর পড়ল।
Published By: Anwesha AdhikaryPosted: 06:50 PM Jan 19, 2023Updated: 06:50 PM Jan 19, 2023
ইতিমধ্যেই শুভমন গিলের সঙ্গে জড়িয়েছে একাধিক সুন্দরীর নাম।