স্টাফ রিপোর্টার: ‘একে তো ফাগুন মাস’৷ বাতাসে বেড়েছে আর্দ্রতা৷ দিনভর গুমোট ভাব৷ রাত বাড়লেই বাড়ছে অস্বস্তি৷ ভিলেন সেই নিম্নচাপ৷ তড়িঘড়ি পাখা চালাচ্ছেন অনেকেই৷ ক’দিনের মধ্যেই শহরে যেন অকাল গ্রীষ্মের ছোঁয়া৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি৷
(মাধ্যমিকের আগে এই বিষয়গুলিতেই পড়ুয়াদের সতর্ক করলেন পর্ষদ সভাপতি)
কিন্তু বসন্তে কেন কপালে ঘাম? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাতে বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প৷ কলকাতা সহ রাজ্যের কয়েকটি জায়গায় আকাশে দেখা যাচ্ছে হালকা মেঘ৷ এতেই বাড়ছে রাতের তাপমাত্রা৷ পুনরায় শীতের ইনিংস ফেরারও কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা৷ এই মেঘ আদতে ধোঁয়াশা বলেই জানিয়েছেন তাঁরা৷ তবে সুখবর, সমুদ্র থেকে উঠে আসা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়বে তত বাড়বে বৃষ্টির সম্ভাবনা৷ উল্লেখ্য, প্রতি বছরই ফেব্রুয়ারির শেষে কলকাতা এবং দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির দেখা মেলে৷ সেই আশায় এবছরও বুক বাঁধতে পারেন শহর, শহরতলির বাসিন্দারা৷ হাওয়া অফিস সূত্রের খবর, সমুদ্রপৃষ্ঠের থেকে দেড়-দু’কিলোমিটার উপরে যে বাতাস বয় তা শুকনো৷ সাধারণত এপ্রিল পর্যন্ত এই বাতাস রাজ্যে ঢোকে৷ তার জেরেই কালবৈশাখী৷ ফেব্রুয়ারির শেষে তারই সামান্য ঝলক দেখা গেলে অবাক হওয়ার নেই৷
The post নিম্নচাপের জেরে বাড়ছে আর্দ্রতা, অস্বস্তিও appeared first on Sangbad Pratidin.