সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কাই সত্যি! চলতি আইপিএল থেকে ছিটকেই গেলেন কেএল রাহুল। টুর্নামেন্টের আর কোনও ম্যাচ খেলা হবে না পেসার জয়দেব উনাদকাটেরও। বুধবার বিসিসিআইয়ের তরফে এমনটাই জানিয়ে দেওয়া হল। জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এই দুই তারকা খেলতে পারবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
সোমবার আরসিবির (RCB) বিরুদ্ধে ম্যাচের শুরুর দিকেই চোট পেয়ে ফিজিওদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় রাহুলকে (KL Rahul)। আরসিবির ইনিংসের দ্বিতীয় ওভারে ফিল্ডিংয়ের সময় ডু প্লেসির বাউন্ডারি আটকাতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। হ্যামস্ট্রিংয়ের ব্যথায় একেবারে মাঠে শুয়েই পড়েন। মাঠ ছাড়ার সময়ও তাঁর চোখে-মুখে স্পষ্ট ছিল যন্ত্রণার ছাপ। যদিও প্রবল ইচ্ছাশক্তিতে ভর করে শেষ উইকেটে ব্যাট হাতে মাঠেও নামেন রাহুল। চোটের কবলে উনাদকাটও। তবে তাঁদের চোট নিয়ে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। আর সেই কারণেই এই দুই তারকার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিল বিসিসিআইয়ের (BCCI) মেডিক্যাল টিম।
[আরও পড়ুন: ‘পেট্রল শেষ হয়ে গিয়েছিল’, দুরন্ত বোলিংয়ের পরে ধারাভাষ্যকার কার্তিককে বললেন শামি]
রাহুলের অনুপস্থিতিতে লখনউয়ের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন ক্রুণাল পাণ্ডিয়া। এদিন বিজ্ঞপ্তি দিয়ে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, “আপাতত লখনউয়ের দলের সঙ্গে রয়েছেন রাহুল। ডাগআউটে বসে চেন্নাইয়ের ম্যাচ দেখে বৃহস্পতিবারই মুম্বই উড়ে যাবেন তিনি। সেখানেই বোর্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে তাঁর চোটের যাবতীয় স্ক্যান হবে। জয়দেব উনাদকাটের চিকিৎসাও করবে এই মেডিক্যাল টিমই।”
জানা গিয়েছে, চোটের স্থানে এখনও যন্ত্রণা থাকায় স্ক্যান করা যায়নি। সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টা লাগে সেই ব্যথা কমতে। তারপরই মুম্বইতে হবে স্ক্য়ান। সেই রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। জুনেই ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তার আগে দুই তারকাকে ফিট করে তোলার কঠিন চ্যালেঞ্জ বিসিসিআইয়ের। কারণ ফাইনাল ভারতীয় দল পাবে না ঋষভ পন্থ, জশপ্রীত বুমরাহকে। এবার এঁরা ছিটকে গেলে নিঃসন্দেহে চাপে পড়বে রোহিত বাহিনী।