shono
Advertisement

মূর্তি ভাঙার রাজনীতি অব্যাহত, এবার কণিষ্ক হলেন আম্বেদকর

প্রধানমন্ত্রীর বার্তার পরও হাল ফিরল না। The post মূর্তি ভাঙার রাজনীতি অব্যাহত, এবার কণিষ্ক হলেন আম্বেদকর appeared first on Sangbad Pratidin.
Posted: 12:17 PM Mar 11, 2018Updated: 04:39 PM Sep 12, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার কণিষ্ক হলেন আম্বেদকর। মূর্তি ভাঙার পরম্পরা বজায়ে রেখে ফের আক্রান্তের তালিকায় বাবাসাহেব আম্বেদকরের মূর্তি। ঘটনাস্থল উত্তরপ্রদেশের আজমগড়। শনিবার সকাল সকালই আজমগড় থানায় খবর আসে, ভেঙে ফেলা হয়েছে বি আর আম্বেদকরের মূর্তি। মুখাবয়বে আঘাত নয়, মূর্তির মাথাটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দেহাবয়ব থাকলেও নেই মাথা। এই ঘটনায় তিন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তবে কুকর্ম করার পর তিনজনই এলাকা ছেড়ে পালিয়েছে। অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করেছে আজমগড় থানার পুলিশ

Advertisement

[প্রধানমন্ত্রী হলে নোট বাতিলের ফাইল ফেলে দিতাম, রাহুলের মন্তব্যে ঝড়]

গত শুক্রবারেই মধ্যপ্রদেশের জবলপুরে আক্রান্ত হয়েছে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি। সাদা মূর্তিতে কেউ লাল রং লেপে দেয় বলে অভিযোগ। গত কয়েকদিন ধরে দেশ জুড়েই একের পর এক মূর্তি ভাঙার রেশ চলছে। শুরুটা হয়েছিল ত্রিপুরা থেকে। ত্রিপুরায় বাম সরকারের ভরাডুবির পর রাজ্যের দুটি লেননি মূর্তি ভাঙার অভিযোগ ওঠে। অভিযোগ, নির্বাচনে জয়ী বিজেপি সমর্থকরাই লেনিন মূর্তি ভেঙেছে। ক্ষিপ্ত জনতার রোষের শিকার হয় আগরতলায় থাকা লেনিন মূর্তি। অন্যটি অর্থাৎ বেলোনিয়া কলেজ স্কোয়্যারের লেনিন মূর্তি ভেঙে দেওয়া হয় বুলডোজারের ঘায়ে। এর সূত্র ধরেই তামিলনাড়ুর তিরুপাত্তুরে আদর্শবাদী দ্রাবিড় নেতা ইভি রামস্বামী পেরিয়ারের মূর্তিতে হামলার ঘটনা ঘটে। এরপরেই লেনিনের মূর্তি ভাঙার বদলা নেয় ছাত্ররা। কলকাতার কালীঘাটে ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি মাখিয়ে দেওয়া হয়। মূর্তি ভাঙার পর্ব এখানেই সমাপ্ত হয়নি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কেরলে গান্ধীমূর্তির উপরে হামলা হয়। একই সময়ে হামলার মুখে পড়ে বি আর আম্বেদকরের মূর্তি। ঘটনাস্থল উত্তরপ্রদেশের মেরুট। তারপর পশ্চিমবঙ্গের আসানসোলে মধুকবির মুখে মাখানো হল লাল রং।

ফের একবার দুষ্কৃতী হামলার কবলে পড়ল দলিত আদর্শবাদী নেতার মূর্তি। এবার মূর্তির মুখাবয়ব নয়। গোটা মাথাটাই ভেঙে দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে আজমগড়ে। দোষীদের গ্রেপ্তার করতে উঠেপড়ে লেগেছে পুলিশ। এদিকে হনুমানের মূর্তিতে হামলার ছক কষেছে দুষ্কৃতীরা। ঘটনাস্থল উত্তরপ্রদেশের বালিয়ার কৌরব গ্রাম। পুলিশি সংক্রিয়তায় রুখে দেওয়া গিয়েছে ভাঙন।

দেশের বিভিন্ন প্রান্তে একের পর মূর্তি ধ্বংসের ঘটনার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির সুপারিশ করেছেন তিনি। বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নিতে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

[রোগীর কাটা পা হল মাথার বালিশ, যোগীর রাজ্যে অমানবিক হাসপাতাল]

The post মূর্তি ভাঙার রাজনীতি অব্যাহত, এবার কণিষ্ক হলেন আম্বেদকর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement