সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত স্বর্ণযুগের গীতিকার মিল্টু ঘোষ (Miltu Ghosh)। বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরেই। মিল্টু ঘোষের লেখা ‘এসো মা লক্ষ্মী…’ গানটি বাংলার সঙ্গীতদুনিয়ার ইতিহাসে যে কালজয়ী, তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না।
“এসো মা লক্ষ্মী, বোসো ঘরে… আমার এ ঘরে থেকো আলো করে…”, আজও কোজাগরী লক্ষ্মীপুজোর দিন বাংলার ঘরে ঘরে এঘ গান বাজে। গানের কথা, সুর ও গায়কি আজও বাঙালির মন ছুঁয়ে যায়। সেই গানেরই গীতিকার মিল্টু ঘোষ। বাংলা সঙ্গীতদুনিয়ার সেই বিশিষ্ট ব্যক্তিই বৃহস্পতিবার রওলা হলেন অন্য সুরালোকের উদ্দেশে।
[আরও পড়ুন: আচমকা মনোজ মিত্রর মৃত্যুর গুজব, বিরক্ত পরিবার, এখন কেমন আছেন শিল্পী?]
মৃত্যুকালে মিল্টু ঘোষের বয়স হয়েছিল ৯০। নবতিপর সঙ্গীতশিল্পী থাকতেন বরানগরে। সূত্রের খবর, বার্ধক্যজনিত অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিল্টু ঘোষ।