shono
Advertisement

আরও অসুস্থ করুণানিধি, আগামী ২৪ ঘণ্টা রাখা হবে কড়া নজরে

ভিড় জমতে শুরু করেছে হাসপাতালের সামনে৷ The post আরও অসুস্থ করুণানিধি, আগামী ২৪ ঘণ্টা রাখা হবে কড়া নজরে appeared first on Sangbad Pratidin.
Posted: 07:57 PM Aug 06, 2018Updated: 08:27 PM Aug 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও অসুস্থ ডিএমকে প্রধান এম করুণানিধি৷ সোমবার বিকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ কাবেরী হাসপাতালে তড়িঘড়ি বৈঠকে বসেন তাঁর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা৷ প্রকাশ করা হয় মেডিক্যাল বুলেটিন৷ সূত্রের খবর, নবতিপর এই নেতার বেশ কয়েকটি অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে৷ ফলে আগামী ২৪ ঘণ্টা কড়া নজরে রাখা হবে তাঁকে৷ তাঁদের ‘থালাইভা’র শারীরিক অবস্থার অবনতির খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের সামনে ভিড় জমাতে শুরু করেছেন অনেক ডিএমকে নেতা, কর্মী ও সমর্থকরা৷

Advertisement

রক্তচাপ কমে যাওয়ায় গত ২৮ জুলাই কাবেরী হাসপাতালে ভরতি হন ৯৪ বছরের এই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব৷ এরপর থেকে কখনও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কখনও অবনতি৷ ইতিমধ্যে হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এসেছেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা৷ ডিএমকে প্রধানকে দেখতে গিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ড়ু, কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ড়ু, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷

[কোথায় জন্মেছেন বিপ্লব দেব? মুখ্যমন্ত্রীর উইকিপিডিয়া ঘিরে বিতর্ক]

এম করুণানিধি যখন রাজনীতিতে প্রবেশ করেন তখন তাঁর বয়স ছিল মাত্র ১৪ বছর৷ নিজের এলাকাতেই তাঁর বয়সি বা তাঁর থেকে একটু বড় যুবদের নিয়ে সংগঠন তৈরি করেন৷ ছোটবেলা থেকেই তাঁর মধ্যে নেতৃত্ব দেওয়ার যে অদম্য শক্তি ছিল সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশিত হতে থাকে৷ ধীরে ধীরে রাজনীতিই হয়ে ওঠে তাঁর ধ্যান-জ্ঞান৷ এহেন মনোবল ও সাংগঠনিক ক্ষমতার জোরেই দক্ষিণী ছবির চিত্রনাট্যকার এম করুণানিধি হয়ে ওঠেন ডিএমকে’র শীর্ষ নেতা৷ দীর্ঘ অর্ধ শতক বা পঞ্চাশ বছর ধরে এখনও যিনি দাক্ষিণাত্যের রাজনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে রয়েছেন৷

[বুমেরাং নীতীন গড়কড়ির মন্তব্য, টুইট বার্তায় বিজেপি সরকারকে তোপ রাহুলের]

কালো চশমা ও হলুদ শাল, নিজস্ব স্টাইলেই দেশবাসীর কাছে পরিচিত এম করুণানিধি৷ ভারতীয় রাজনীতির রঙ্গমঞ্চে একাধিক ওঠাপড়া দেখেছেন তিনি৷ প্রখ্যাত দক্ষিণী অভিনেতা তথা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এমজি রামাচন্দ্রণের দল এআইএডিএমকে’র কাছে ১৯৯১-এর নির্বাচনে পরাজিত হয়েও ৯৬-তে আবারও নিজ শক্তিতে ফিরে আসেন তিনি৷ ২০০১-তে একইভাবে তাঁর দলকে পরাজিত করেন এআইএডিএমকে নেত্রী জয়ললিতা৷ কিন্তু রাজনীতির আঙিনায় পোড় খাওয়া খেলোয়াড় আবার কামব্যাক করেন ২০০৬-তে৷ ২০১৬-র তামিলনাড়ু নির্বাচনে লড়েও জয় লাভ করেন এই নবতিপর রাজনৈতিক নেতা৷ বার্ধক্যজনিত কারণে দলের রাশ অনেকটাই ছেলে স্তালিন ও মেয়ে কানিমোঝির হাতে তুলে দেন তিনি৷ তবে রাজনৈতিক জীবনের অর্ধ শতাব্দী পরেও একই ভাবে ভারতীয় রাজনীতির আঙিনায় হয়ে রয়েছেন সমান প্রাসঙ্গিক৷

The post আরও অসুস্থ করুণানিধি, আগামী ২৪ ঘণ্টা রাখা হবে কড়া নজরে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement