অরূপ বসাক, মালবাজার: কুমোরটুলি বা কারখানা থেকে নয়, নিজে প্রতিমা বানান স্নাতকোত্তরের পড়ুয়া। পুজো করেন সেই প্রতিমারই। প্রতিমা গড়ার কারিগরের বাড়িতেই পুজো (Durga Puja 2021) পান দেবী। শুধু প্রতিমা নয়, তাঁর ডাকের সাজও নিজে হাতে বানিয়েছেন ওই পড়ুয়া। ইতিমধ্যে তাঁর এই সৃষ্টি নজর কেড়েছে এলাকাবাসীর।
সরস্বতীর মূর্তি গড়ে আগেই নজর কেড়েছেন মেটেলি বাজারের পড়ুয়া ধনরাজ ছেত্রী। গত ৫ বছর ধরে পড়াশোনার পাশাপাশি প্রতিমা তৈরি করছেন তিনি। এবার তাঁর তৈরি প্রায় ৪ ফুট উচ্চতার এই প্রতিমা দর্শনার্থীদের নজর কাড়বে বলেই আশা। মেটেলি বাজারের হাটখোলার যুবক ধনরাজ মাস্টার্সের প্রথম বর্ষের পড়ুয়া। বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করেন তিনি। তবে এবারের দুর্গা প্রতিমার রূপ অন্যরকমের। মা দুর্গা সেজেছেন নেপালি নারীর সাজে। সাজসজ্জা-সহ প্রতিমার মুখের আকৃতি নেপালি নারীর মতো। এখন চলছে শেষ মুহূর্তের তুলির টান।
[আরও পড়ুন: Durga Puja 2021: মুর্শিদাবাদের জমিদারের শতাব্দীপ্রাচীন পুজো বদলে গিয়েছে বারোয়ারিতে, জানুন সেই কাহিনী]
ধনরাজ জানায়, প্রায় ৫ বছর ধরে তিনি বাড়িতেই প্রতিমা তৈরি করেন। এবারও মাটি, খড় দিয়ে প্রায় চার ফুট উঁচু ডাকের সাজে নেপালি নারীর বেশে প্রতিমা তৈরি গড়েছেন তিনি। পড়াশোনার পাশাপাশি মেটেলি বাজারের একটি মুদির দোকানেও কাজ করেন তিনি। মাত্র চার বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন তিনি। যাবতীয় কাজ সেরে অবসর সময়ে এই প্রতিমা তৈরি করেন তিনি।
প্রতিমার যাবতীয় অলংকারও বানিয়েছেন ধনরাজ। তবে কারোর কাছে হাতেকলমে প্রতিমা তৈরি শেখেননি তিনি। কারখানায় প্রতিমা তৈরি দেখেই শিখেছেন ধনরাজ। চলতি বছরে তিনটি প্রতিমা তৈরি করেছেন। সরস্বতী, দুর্গা ও কালী। ইতিমধ্যে তাঁর এই প্রতিমা মেটেলিবাসীর নজর কাড়তে শুরু করেছে। অনেকেই প্রতিমা দেখতে বাড়িতে আসছেন। শুধু প্রতিমা তৈরি নয়, অন্যান্য হাতের কাজও পারেন তিনি। তাঁর এই দুর্গা প্রতিমা দর্শকদের নজর কাড়বে বলে তাঁর আশা।