অর্ণব দাস, বারাকপুর: শেষ দফা লোকসভা ভোটের দিন বাংলার ৯ কেন্দ্রে ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণ। ভাঙড়, সন্দেশখালিতে বিক্ষিপ্ত অশান্তির পরিবেশ থাকলেও, এখনও পর্যন্ত বড়সড় সংঘর্ষের খবরাখবর নেই। এদিকে, দমদম লোকসভা কেন্দ্রে ভোটের পাশাপাশি বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনও চলছে। সেখানে অবশ্য ছোটখাটো অশান্তি চলছে। তবে এসবের পরও ভোট 'অত্যন্ত শান্তিপূর্ণ' বলেই মনে করছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। শনিবার ভোটের দিন একেবারে রঙিন মেজাজে ধরা দিলেন তিনি। বললেন, ''দমদম দাওয়াই তো চলছে। ওটা একটা ওষুধ।'' বরানগরের উপনির্বাচনে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে ঘিরে সকালে যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। তা নিয়ে মদন মিত্রর কটাক্ষ, ''ওকে দুধ খাওয়াতে বলব দলের কর্মীদের। একটা দুধের প্যাকেট কিনে দিক।''
পরনে তুঁতে পাঞ্জাবি, সাদা পাজামা, গলায় নীলচে উত্তরীয়, চোখে সানগ্লাস। একেবারে জনদরবারে পরিচিত মদন মিত্র (Madan Mitra)। অসুস্থতা কাটিয়ে ভোটের প্রচারেই ধীরে ধীরে সক্রিয় হচ্ছিলেন। আর শেষ দফা লোকসভা ভোটের (2024 Lok Sabha Election) দিন তাঁকে দেখা গেল চেনা ফর্মে। মুখে মৃদু হাসি নিয়ে বললেন, ''ভোট তো খুব শান্তিপূর্ণ হচ্ছে। কোথাও কোনও গোলমাল নেই। গুন্ডামি করে কি আর ভোট হয়? বলেছি তো, দমদম দাওয়াই দিতে। ওটা জ্বর, সর্দিকাশির মতো যে কোনও রোগের ওষুধ। সব ঠিক আছে। ভোট তৃণমূল আর মমতাময় হয়েছে।''
[আরও পড়ুন: লোকসভায় কত আসন পাবে বিজেপি? ভোট শেষের কয়েক ঘণ্টা আগে ‘এক্সিট পোল’ প্রশান্ত কিশোরের]
শনিবার বরানগর বিধানসভা আসনে উপনির্বাচনে (WB By-Election) সকাল থেকে বুথে বুথে পরিদর্শনে যান সিপিএম (CPM) প্রার্থী তন্ময় ভট্টাচার্য। সেখানেই গোলমাল বাঁধে। অভিযোগ, একটি বুথে তিনি গেলে তৃণমূল কাউন্সিলর প্রার্থীকে ঘিরে 'চোর' বলে স্লোগান তুলতে থাকেন। ঘেরাও করেন অন্যান্য কর্মী, সমর্থকরাও। স্বাভাবিকভাবেই মেজাজ হারান তন্ময়বাবু। অভিযোগ, সেসময় কাউন্সিলর ও তাঁর সঙ্গে থাকা এক যুবক তন্ময় ভট্টাচার্যকে ঘুসি মারে। এতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পালটা ঘাড় ধাক্কা দেন তন্ময়। দুহাতে দুই যুবকের কলার চেপে ধরেন। এহেন সংঘর্ষ নিয়ে পরে মদন মিত্রকে প্রশ্ন করতেই তাঁর প্রতিক্রিয়া, ''মাঝেমধ্যে বাচ্চারা এমন চেঁচামেচি করে। ওঁকে একটু দুধ খাওয়াতে বলব। দলীয় কর্মীদের বলব, ওঁকে একটা দুধের প্যাকেট কিনে দিতে। ৪ তারিখের পর থেকে তো আর ওঁকে দেখা যাবে না।''