shono
Advertisement

Breaking News

Bengal Panchayat Election: ‘শওকতদের নেবেন আপনার সেফ হাউসে’? রাজ্যপালকে ফের বেনজির আক্রমণ মদনের

পিস রুমকে সেফ হাউস বলে কটাক্ষ করলেন মদন।
Posted: 06:54 PM Jun 19, 2023Updated: 07:00 PM Jun 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যপাল-রাজ্য সম্পর্ক এখন চর্চায়। অশান্ত ভাঙড়ে গিয়ে শাসকদলের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এবার রাজভবনে পিস রুম নিয়ে সিভি আনন্দ বোসকে নিশানা করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। পিস রুমকে ‘সেফ হাউস’ বলে কটাক্ষ করলেন তিনি।

Advertisement

ঠিক কী বলেছেন মদন মিত্র? এদিন রাজ্যপালকে নিশানা করে মদন মিত্র বলেন, “শওকত মোল্লা, আরাবুল ইসলাম, উদয়ন গুহর জীবন বিপন্ন। ওদের নেবেন আপনার সেফ হাউসে?” প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের প্রসঙ্গ টেনে মদন আরও বলেন, “২-৪ টে টুইট করেই জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি হয়েছেন। ইনিও সেটাই চাইছেন, অ-এ অজগর, খ-এ খুন, র-এ রক্ত বলছেন। আসলে রাজ্যপালের হাতেখড়ি, রাজ্যের গলায় দড়ি।” রাজ্যপাল প্রসঙ্গে মদন মিত্রের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা।

[আরও পড়ুন: একইদিনের দ্বিতীয়বার, ফের বিস্ফোরণ মুর্শিদাবাদে! উড়ল TMC সমর্থকের বাড়ির চাল]

এদিকে সোমবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার ৩০ জন প্রার্থীকে নিয়ে রাজভবনে যান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে অভিযোগ জানান তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন। জানান, প্রার্থীদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। অত্যাচার করা হচ্ছে।  

প্রসঙ্গত, ভোটের (Bengal Panchayat Election 2023) দিনক্ষণ ঘোষণা হতে না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। মনোনয়ন পর্বে ঝরেছে রক্ত। প্রাণহানিও ঘটেছে। তাতেই উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজভবনে ‘পিস রুম’ খুলেছেন। সরাসরি ওই ‘পিস রুমে’ ফোন করে অথবা ই-মেলের মাধ্যমে জানানো যাবে অভিযোগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০৩৩-২২০০১৬৪১ নম্বরে ফোন এবং OSD2w.b.governor@gmail.com এই আইডিতে মেল করে যাবতীয় অভিযোগ জানানো যাবে।রাজ্যপাল সেই অভিযোগ রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন। 

[আরও পড়ুন: ‘কঙ্কালকাণ্ডের নায়ককে ধিক্কার’, জনসভার পরদিনই সুশান্ত ঘোষের বিরুদ্ধে পোস্টার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement