সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে ক্যারিশমা। একেবারে জোড়া বায়োপিক! হ্যাঁ, টলিপাড়ায় কান পাতলে এখন একটাই খবর, কামারহাটির ‘দামাল ছেলে’ বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra) নিয়ে এবার তৈরি হতে চলেছে একজোড়া বায়োপিক। আর হবে নাই বা কেন, মদন মিত্র মানেই তো রাজনীতির সুপাস্টার! চোখে রোদ চশমা। হাল ফ্যাশনের পোশাক। পায়ে ‘বস’ লেখা জুতো। মুখে সদা হাসি আর সঙ্গে ‘ওহ লাভলি’ গান! মদন মিত্রর এই রঙিন মেজাজই তো লার্জার দ্যান লাইফের জন্ম দেয়।
সোমবারই সংবাদ প্রতিদিন ডিজিটাল জানিয়েছিল, মদন মিত্রকে নিয়ে সিনেমা তৈরি করছেন পরিচালক রাজা চন্দ। এই ছবিতে মদন মিত্রর চরিত্রে দেখা যাবে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। আর এবার জানা গেল, শুধু রাজা চন্দ নয়, মদন মিত্রকে নিয়ে ছবি (Biopic) করতে একেবারে প্রস্তুত পরিচালক রাজর্ষি দে (Rajorshi Dey)।
সংবাদ প্রতিদিনের তরফ থেকে পরিচালক রাজর্ষির সঙ্গে যোগাযোগ করা হলে, পরিচালক জানান, ‘হ্যাঁ, মদন মিত্রকে নিয়ে বায়োপিক করছি। আসলে এটা তো কোথাও ছাপা নেই, যে রাইটস নেওয়া নিয়ে সমস্যা হবে। তাই মদনদা-র সঙ্গে আমারও কথা হয়েছে, রাজারও নিশ্চয়ই কথা হয়েছে। যে কোনও কাজেরই দু’ ধরনের ব্যাখ্যা হতেই পারে। তবে আমি ২০২২-এর আগে কোনওভাবেই বায়োপিকের শুটিং শুরু করতে পারব না।’
[আরও পড়ুন: ওহ লাভলি! এবার আসছে মদন মিত্রর বায়োপিক]
রাজর্ষির কথায়, ‘মদন মিত্র আমার এলাকার বিধায়ক। সেই কারণে আমি মদনদাকে অনেক কাছ থেকে দেখেছি। নির্বাচনে কামারাহাটি থেকে মদনদা-র দাঁড়ানো, নির্বাচনে জেতা, মাঝখানে একটা অন্যরকম সময় যায় অবশ্য। মদনদার আবার ফিরে আসা, ফের নির্বাচনে জেতা। সেদিক থেকে বায়োপিকটা কীরকম করে বানাবো তা অনেকটাই পরিষ্কার আমার কাছে। তবে এই বায়োপিকের চিত্রনাট্য লিখবেন অন্য একজন। যিনি খুব জনপ্রিয় একজন ইতিহাসবিদ, প্রাবন্ধিক এবং কবি। যিনি কামারাহাটিতে দীর্ঘদিন থাকেন। এখনই তাঁর নামটা বলতে চাইছি না!’
রাজা চন্দর মতো মদন মিত্রর (Madan Mitra) ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়কে পছন্দ রাজর্ষি দেরও। শোনা যাচ্ছে, বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীও রয়েছেন পছন্দের তালিকায়। শাশ্বত-পঙ্কজ দু’ জনেই নাকি মদন মিত্রর ফেভারিট। তাহলে কাকে বাছতে চলেছেন রাজর্ষি? পরিচালকের কথায়, ”অপুদা (শাশ্বত চট্টোপাধ্যায়) চিত্রনাট্যর ব্যাপারে দারুণ খুঁতখুঁতে। আমি অপুদার সঙ্গে আগে কাজ করেছি, আমি সেটা জানি। তাই আগে চিত্রনাট্যে চরিত্রটাকে যত্ন করে লিখতে হবে। সে যেই হোক, শাশ্বত হোক, পঙ্কজ ত্রিপাঠী হোক কিংবা কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, ছবিতে যাঁরা যাঁরা অভিনয় করবে, তাঁদের তো রাজি করাতে হবে। আর রাজি করানোর অস্ত্রই হল ভাল চিত্রনাট্য, ভাল সংলাপ, ভাল স্ক্রিনপ্লে। তবেই তো অভিনেতা মোটিভেটেড হবেন কাজটি করার জন্য। তবে হ্যাঁ, চিত্রনাট্য শেষ হলে আমি অপুদার কাছে অবশ্যই তা নিয়ে যাব!’
গুঞ্জনে শোনা গিয়েছে, রাজর্ষির এই ছবিতে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায় ঘরণী তথা অভিনেত্রী মিথিলাকে! রাজর্ষির কথায়, ‘মিথিলা থাকবেন ছবিতে তবে কোন চরিত্রে থাকবে, সেটা এখনও ঠিক হয়নি।’
[আরও পড়ুন: মহালয়ায় ফের ‘দুর্গা’ Koel Mallick, ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী]