সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের আবহে স্বাধীনতা দিবসের পোস্ট করে নেটপাড়ায় কটাক্ষের শিকার হয়েছিলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। কটাক্ষবাণে বিঁধেছিলেন ঋদ্ধি সেনও। যদিও সেই বাকবিতণ্ডা অতীত। তবে মধুমিতা নিজের মতো করেই প্রতিবাদ চালিয়ে গিয়েছেন। এবার মাঝরাতে রাস্তায় একাই বেরিয়ে নারী নিরাপত্তার কথা বললেন টলিউড অভিনেত্রী। যদিও সেটা কলকাতার রাস্তায় নয়, দেওঘরে গিয়েছেন মধুমিতা। তবুও দেশে নিত্যদিন এই ঘটে চলা নারী নির্যাতনের আবহে গুরুত্বপূর্ণ কথা বললেন তিনি।
দেশের ৭৮তম স্বাধীনতা দিবসেও নারী স্বাধীনতা নিয়ে লড়তে হচ্ছে। ঘরে-বাইরে, রাতে-দিনে কোথায় নিরাপদ মেয়েরা? একুশ শতকে দাঁড়িয়েও প্রশ্ন উঠছে মেয়েদের নাইট ডিউটি নিয়ে। আর জি কর কাণ্ড আবারও চোখে আঙুল দিয়ে গোটা দেশে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ঠিক যে সময়ে দেশজুড়ে নারী স্বাধীনতা, সমাজে নারীদের অবস্থান, অধিকার নিয়ে আওয়াজ উঠেছে, সেই আবহেই রাত ২টোর সময়ে রাস্তায় একাই বেরলেন মধুমিতা সরকার। যাচাই করে নিলেন মেয়েদের নিরাপত্তা। অভিনেত্রী নিজেই একটি ভিডিও শেয়ার করেছেন দেওঘর থেকে।
বৃহস্পতিবার দেওঘরে শিবপুজোর কথা জানিয়েছিলেন মধুমিতা। এদিন রাতে তাঁকে দেখা গেল পরনে সাদা কুর্তি। কপালজুড়ে হলুদ তিলক। রাত ২টোর সময়ে রাস্তায় নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। কেউ তাঁকে উত্যক্ত বা কুরুচিকর মন্তব্য করছেন না বলেও জানিয়েছেন তিনি। মন্দিরে প্রণাম করেই মধুমিতাকে বলতে শোনা গেল, "এখন রাত দুটো। এই সময়ে এমন নির্জন জায়গায় একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কেউ কিন্তু আমার দিকে ঘুরে তাকাচ্ছে না। লোকজন আছে। পিছন থেকে গাড়িও আসছে দেখেছেন? কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। এটাই তো চাই আমরা মেয়েরা।" এরপরই মেয়েদের নাইট শিফট থেকে অব্যাহতি প্রসঙ্গে কয়েকটা কথা বললেন মধুমিতা।
[আরও পড়ুন: ‘প্রতিবাদের আগুন জ্বলুক’, নতুন সিরিজের প্রচারেও বিচার চাইলেন আন্দোলনকারী ডাক্তার কিঞ্জল]
কলকাতার তরুণী ডাক্তারের ধর্ষণ ও খুন ঘটনার জেরে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার কথা মাথায় রেখে সম্প্রতি ‘রাত্তিরের সাথী’ প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারি-বেসরকারি ক্ষেত্রে একাধিক আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। যার মধ্যে মেয়েদের যথাসম্ভব নাইট ডিউটি থেকে অব্যাহতি দেওয়ার কথাও রয়েছে। সে প্রসঙ্গে মধুমিতার মন্তব্য, "কত মেয়েরা রাতে কাজ করে ফেরে। কেউ কল সেন্টার থেকে কাজ সেরে আসেন। আমরা অভিনেতারাও যেমন কাজ শেষে অনেক সময় রাত করে ফিরি। এই শারদীয়ায় এইটুকুই আমি চাই, ভারতের প্রতিটা মেয়েই যেন এমন নিরাপদ বোধ করতে পারে।"
গত ১৪ আগস্ট থেকে বিনিদ্র রজনী কাটাচ্ছে কলকাতা। আর জি কর নির্যাতিতার বিচায় চেয়ে পথে নেমেছেন আমজনতা থেকে সেলেবরা। বাংলার আর জি কর কাণ্ডে হওয়া অপরাধের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ।