সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অত্যন্ত সৎ মানুষ, মহান অর্থনীতিবিদ অথচ কত বিনয়ী ছিলেন ড. মনমোহন সিং। 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ছবির সৌজন্যে এমন মানুষ সম্পর্কে অনেক কিছু জানতে পারেন অনুপম খের। সেই সমস্ত কথা আজ বারবার মনে পড়ছে অভিনেতার। দেশের বাইরে থেকেই ভিডিও বার্তায় জানালেন মনের কথা। কেউ কেউ মনে করেন মনমোহন সিং 'বিচক্ষণ রাজনীতিবিদ নন'। তবে অনুপম মনে করেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন মহান একজন নেতা।
শুক্রবার নিজের ভিডিও বার্তার ক্যাপশনে অনুপম খের লেখেন, 'দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুর (Manmohan Singh Dies) খবরে গভীরভাবে শোকাহত। 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ছবির জন্য এক বছরেরও বেশ সময় ধরে পড়াশোনা করেছি, মনে হত যেন ওঁর সঙ্গেই সময় কাটিয়েছি। অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। ব্যক্তিগতভাবে সম্পূর্ণ সৎ, মহান অর্থনীতিবিদ এবং অত্যন্ত বিনয়ী ব্যক্তি। কেউ কেউ বলতে পারেন বিচক্ষণ রাজনীতিবিদ নন! ওঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ওম শান্তি!'
ভিডিওর বক্তব্যে অনুপম জানান ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দু-একবার মনমোহন সিংয়ের দেখাও হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী সিনেদুনিয়ায় তাঁর কাজের প্রশংসাও করেছিলেন। অভিনেতা বলেন, "... আপনারা যদি এখন 'অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিছুটা হলেও ওঁর ব্যক্তিত্বের ভালো দিকগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই সিনেমার অফার আমি প্রথমে ফিরিয়ে দিয়েছিলাম। নানা কারণ ছিল। তার মধ্যে রাজনৈতিক কারণও ছিল। মনে হয়েছিল, যদি আমি এই সিনেমায় অভিনয় করি লোকজন বলবে হয়তো আমি ওঁর উপহাস করার জন্য করছি। যা কয়েকজন্য বলেওছে। তবে আমাকে যদি আমার জীবনের এমন তিন-চারটি চরিত্র বেছে নিজে বলা হয় যা আমি চূড়ান্ত সততার সঙ্গে করেছি, সেগুলোর মধ্যে একটি 'অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'।"
অনুপম জানান, মনমোহন সিং দারুণ একজন মানুষ ছিলেন। তাঁর প্রয়ানের খবর অত্যন্ত বেদনাজনক। প্রাক্তন প্রধানমন্ত্রীর সবচেয়ে ভালো গুণ ছিল তাঁর শোনার শক্তি। তাঁর সময়কালে হয়তো এমন কিছু হয়েছে যা বিতর্কিত, তবে ব্যক্তি হিসেবে মনমোহন সিং অত্যন্ত সৎ ছিলেন। দেশের অর্থনীতির জন্য অনেক কিছু করেছেন। নিজের বক্তব্যের শেষে অভিনেতা বলেন, "দেশ একজন অত্যন্ত সৎ মানুষ ও মহান নেতাকে হারাল।"