shono
Advertisement

মিঠুনকে দেখতে কলকাতায় ‘শাস্ত্রী’র সেটে বলিউডের মধুর ভান্ডারকর, দিলেন আড্ডাও

সোহম-মিঠুনের 'শাস্ত্রী'তে বলিউড পরিচালক?
Posted: 05:48 PM Feb 23, 2024Updated: 07:57 PM Feb 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থতা কাটিয়ে দিন তিনেক আগেই ‘শাস্ত্রী’র (Shastri) শুটিংয়ে ফিরেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ১০ ফেব্রুয়ারি আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মেগাস্টার। ৯ দিন বিশ্রাম নিয়ে সদ্য সেটে ফিরেছেন গত সোমবার। আর এর মাঝেই বৃহস্পতিবার মিঠুনদার সঙ্গে দেখা করতে ‘শাস্ত্রী’র সেটে পৌঁছলেন বলিউড পরিচালক মধুর ভান্ডারকর (Madhur Bhandarkar)।

Advertisement

শুটিংয়ের অবসরে মিঠুনের সঙ্গে সাক্ষাতের মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন মধুর নিজেই। সেখান থেকেই জানালেন এখন মহাগুরুর শরীর কেমন আছে? মধুর ভান্ডারকরের কথায়, “আমি এখন কলকাতায় রয়েছি। মিঠুনদার সঙ্গে দেখা করতে ‘শাস্ত্রী’ ছবির সেটে চলে এসেছি। দেখা করে দারুণ লাগল। সুস্থ হয়ে ফিরে এসে তিনি সেটে জোরকদমে শুটিং শুরু করে দিয়েছেন। সেই ছোটবেলা থেকে মিঠুনদাকে চিনি। যখন আমি বাড়ি বাড়ি ভিডিও ক্যাসেট দিয়ে আসতাম। মিঠুন চক্রবর্তী বরাবরই আমাকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন।” পালটা মধুরের প্রশংসায় পঞ্চমুখ মিঠুন চক্রবর্তী।

[আরও পড়ুন: ‘বাবুরাম সাপুড়ে’ সৃজিত! আমাজন থেকে আনা পাইথন পুষছেন পরিচালক]

সিনেমায় ‘শাস্ত্রী’ লুকে কেমন লাগবে মহাগুরুকে? মধুরের ছবি-ভিডিওতে ফাঁস হল সেই অবতারও। গলায় উত্তরীয়, রুদ্রাক্ষ। পরনে সাদা পাঞ্জাবি। এককথায়, সোহম চক্রবর্তী প্রযোজিত ‘শাস্ত্রী’র সেটে মধুর-মিঠুনকে দেখা গেল একেবারে খোশমেজাজে। মিঠুন বললেন, “মধুরের যখন বয়স অনেক কম, তখন থেকে চিনি। ও ভিডিও ক্যাসেট বিক্রি করত। আমার বউ ওকে ডেকে বলত- মধুর এই ক্যাসেটটা দরকার, ও ঠিক বাড়িতে দিয়ে যেত। আর আজ দেখো, এই মানুষটাই পাঁচটা জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক। আমি সবসময়ে বলি, নিজের স্বপ্ন করা উচিত। কঠোর পরিশ্রমের দ্বারাই ও নিজের স্বপ্ন পূরণ করেছে।”

[আরও পড়ুন: প্রিয়াঙ্কা ছাড়াও আর কটা প্রেম ছিল ‘বিবাহিত’ শাহরুখের? গুঞ্জনে মুখ খুললেন বাদশাবন্ধু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement