সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি ম্যাজিকে ভর করে সপ্তদশ লোকসভা নির্বাচনে দেশজুড়ে গেরুয়া ঝড়৷ দিকে দিকে ফুটেছে পদ্ম৷ কংগ্রেসের পরিস্থিতি ঠিক ততটাই সঙ্গীন৷ একের পর এক লোকসভায় ক্রমশই বাড়ছে বিজেপির আধিপত্য৷ ভোটগণনার দিন এই খবর শুনে অসুস্থ হয়ে পড়লেন এক কংগ্রেস নেতা৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে৷ হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা৷
[ আরও পড়ুন: বারাণসীতে বিপুল ভোটে জয়ী নরেন্দ্র মোদি, সমর্থকদের শুভেচ্ছা জানালেন মা হীরাবেন]
বৃহস্পতিবার সকাল আটটা থেকেই শুরু হয় ভোটগণনা৷ দিকে দিকে উঠেছে গেরুয়া ঝড়৷ দেশের প্রায় প্রতিটি রাজ্যেই সপ্তদশ লোকসভা নির্বাচনে চমক বিজেপি প্রার্থীদের৷ একের পর এক আসনে অভূতপূর্ব ফলাফল পদ্মশিবিরের যোদ্ধাদের৷ মধ্যপ্রদেশের ছবিটাও একইরকম৷ ওই রাজ্যে নির্বাচনে অত্যন্ত খারাপ ফলাফল কংগ্রেসের৷ সকাল থেকে অত্যন্ত চিন্তিত মুখে ফলাফল শুনছিলেন মধ্যপ্রদেশ সেহর জেলার কংগ্রেস নেতা রতন সিং ঠাকুর৷ সকাল থেকেই অত্যন্ত দুশ্চিন্তা করছিলেন তিনি৷ খবর শুনতে শুনতে শরীর অসুস্থও লাগছিল কংগ্রেস নেতার৷ আচমকাই বুকে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় তাঁর৷ মুহূর্তের মধ্যে অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রতন সিং ঠাকুর৷ ওই কংগ্রেস নেতার আশপাশে ছিলেন বহু কর্মী সমর্থক৷ তড়িঘড়ি অসুস্থকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে শেষরক্ষা হয়নি৷ চিকিৎসকেরা জানান, হার্ট অ্যাটাকেই মারা গিয়েছেন রতন সিং ঠাকুর৷
[ আরও পড়ুন: লোকসভায় বিপুল জয়ের আভাসের পর প্রথম প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির]
আমেঠিতেও বিজেপির স্মৃতি ইরানির বিপরীতে লড়াই ছিল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর৷ এই লড়াইয়ে ব্যাকফুটে রাহুল৷ স্টার ম্যাজিক কাজে লাগিয়েও কোনও লাভ হল না কংগ্রেসের৷ ইতিমধ্যেই পরাজিত হয়েছেন শত্রুঘ্ন সিনহা৷ কোমর বেঁধে একাধিক জায়গায় প্রচার করলেও, ভোটবাক্সে সেই প্রভাব প্রতিফলিত হয়নি উর্মিলা মাতণ্ডকরের৷ ভোটের ফলাফল গণনার শুরু থেকেই বেশ খারাপ ফলাফল অভিনেত্রীর৷ পরাজিত উর্মিলা৷ ভোপালেও কংগ্রেস প্রার্থীকে টক্কর দিয়ে এগিয়ে গিয়েছেন বিজেপির বিতর্কিত প্রার্থী সাধ্বী প্রজ্ঞা৷ এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা রতন সিং ঠাকুরের মৃত্যুর নেপথ্যে পরাজয়ের যন্ত্রণাকেই দায়ী করছেন সকলেই৷
The post গেরুয়া ঝড়ে উত্তাল দেশ, ‘দুঃসংবাদ’ শুনে মৃত্যু কংগ্রেস নেতার appeared first on Sangbad Pratidin.