সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারিবারিক অনুষ্ঠানে মিউজিক সিস্টেমে তারস্বরে চলছিল গান। সেই গানের তালে তুমুল নাচে মাতেন যুবকেরা। আচমকা মিউজিক সিস্টেম বন্ধ করে দেন দাদা। এই ‘অপরাধে’ তাঁকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করলেন নিজের ভাই। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাতনা জেলার নৃশংস হত্যাকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রাকেশ কোল (৩৫)। তাঁকে হত্যায় অভিযুক্ত ভাই রাজকুমার কোল (৩০)। ঘটনার দিন সন্ধ্যায় মাউহার গ্রামে রাকেশের বাড়িতেই ছিল একটি অনুষ্ঠান। গান বাজানোর জন্য আনা হয়েছিল দামি মিউজিক সিস্টেম। কোঠি থানার পুলিশ আধিকারিক রুপেন্দ্র রাজপুত জানিয়েছেন, মিউজিক সিস্টেমে গান চলছিল। বেশ কয়েক জন যুবকের সঙ্গে গানের তালে নাচ করছিলেন রাজকুমার। একটা সময় দাদা রাকেশ গান বন্ধ করে দেন। যা একেবারেই পছন্দ হয়নি রাজকুমারের।
[আরও পড়ুন: ইডির তল্লাশিতে উদ্ধার নগদ ২ কোটি! বিহারে গ্রেপ্তার লালু ঘনিষ্ঠ সুভাষ]
এই নিয়েই দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, এক সময় মেজাজ হারিয়ে কুড়ুল দিয়ে দাদা রাকেশকে কোপান ভাই রাজকুমার। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাকেশের। খুনের পরে পালিয়ে যান রাজকুমার। খবর পেয়ে পুলিশ এসে রাকেশের দেহ ময়নাতদন্তে পাঠায়। অন্যদিকে স্থানীয় একটা কালভাটে লুকিয়ে থাকা রাজকুমারকে গ্রেপ্তার করে পুলিশ। খুন ব্যবহৃত অস্ত্র ধারাল কুড়ুলটিকেও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: ‘আমি অন্য মাটিতে গড়া’, প্রতিশ্রুতি পূরণের ‘মোদি গ্যারান্টি’ দিয়ে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর]