সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পকেটে মাত্র ১০ টাকা। গন্তব্য ১২ হাজার কিমি পথজুড়ে ছড়িয়ে থাকা ১২টি জ্যোতির্লিঙ্গ। সেই সঙ্গে চারধাম দর্শন। উদ্দেশ্য যুব শক্তিকে জাগ্রত করে মোবাইল আসক্তি থেকে দূরে রাখার বার্তা। পায়ে পায়ে হাঁটছেন মধ্যপ্রদেশের পান্না জেলার হিনতো গ্রামের মহেন্দ্র যাদব। আর এই পায়ে হেঁটেই মহাকুম্ভনগরীতে স্নান করে দুই জ্যোতির্লিঙ্গ বেনারসের কাশি বিশ্বনাথ ও ঝাড়খণ্ডের দেওঘর ভ্রমণ সম্পন্ন করেছেন। এবার উদ্দেশ্য চারধামের একধাম পুরী।
চলতি বছরের ২ জানুয়ারি এই পদযাত্রা শুরু করেন মহেন্দ্র। এই দীর্ঘ পদযাত্রায় সনাতন ধর্মের পবিত্র তীর্থক্ষেত্র চারধাম বদ্রীনাথ, পুরী, রামেশ্বরম ও দ্বারকা দর্শন করবেন তিনি। সেই সঙ্গে ১২টি জ্যোতির্লিঙ্গ। সেই লক্ষ্য নিয়ে ২২ দিনে লাগাতার হেটে এ রাজ্যের পুরুলিয়ার বলমারপুরে পৌঁছেছেন তিনি।
সোমবার রাতেই পৌঁছে যান পড়শি রাজ্য ওড়িশায়। তাঁর গন্তব্য পুরী। কিন্তু তাঁর পকেটে তো মাত্র ১০ টাকা। কী করে এলেন এতদূর? মহেন্দ্র জানাচ্ছেন, দীর্ঘপথে তিনি যেখান যেখানে গিয়েছেন, থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন স্থানীয়রাই। মহেন্দ্রের কথায়, "পকেটে মাত্র ১০ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তবে যাত্রাপথে কোনও সমস্যা হয়নি। পথেই সব ব্যবস্থা করছেন সংশ্লিষ্ট এলাকার মানুষজন।" ২ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ১২০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছেন বলে জানান তিনি। এখনও তাঁকে যেতে হবে ১১ হাজার কিলোমিটার। ভারতভূমের দীর্ঘ পথ। এই পথে তাঁর বার্তা, "মোবাইলের সঙ্গ ছাড়ুন।"
পিঠে ব্যাগ, তাতে ১২ জ্যোতির্লিঙ্গ ও চারধামের ছবি। আছে ওই সামাজিক বার্তাও। মুখে কাচা-পাকা দাঁড়ি। ক্লান্তির ছাপও অনেকটা ধরা পড়ছে। পথে বলরামপুরে কিছুক্ষণ দাঁড়ানোর পর ফের যাত্রা শুরু করলেন তিনি। সামনে অনেক পথ। চারধাম দেখতে হবে তাঁকে।