shono
Advertisement

Madhyamik Exam: আগামী বছর মাধ্যমিক শুরু ফেব্রুয়ারির শেষ সপ্তাহে, দেখে নিন ২০২৩-এর পরীক্ষাসূচি

শুক্রবারই ২০২৩-এর সূচি ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
Posted: 10:31 AM Jun 03, 2022Updated: 12:54 PM Jun 03, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) ফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৮৬.৬ শতাংশ। ছাত্রদের তুলনায় ছাত্রীরা খানিকটা পিছিয়ে। তবে সামগ্রিকভাবে মাধ্যমিকে পরীক্ষার্থীদের অংশগ্রহণ এবং ভাল ফলাফলের নিরিখে হার বেড়েছে বেশ খানিকটা। কোভিড কাল অতিক্রান্ত। তবু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই এ বছর মাধ্যমিক পরীক্ষা হয়েছে হলে গিয়ে, অনলাইনে নয়। আগামী বছর অর্থাৎ ২০২৩এও সেভাবেই মাধ্যমিক পরীক্ষা নেবে মধ্যশিক্ষা পর্ষদ (WBCSE)। শুক্রবার ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে আগামী বছরের পরীক্ষাসূচিও জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।  একঝলকে দেখে নিন, ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার সূচি – 

Advertisement

পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি, শেষ ৪ মার্চ। 

  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ –  প্রথম ভাষা
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ –  দ্বিতীয় ভাষা
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ –  ভূগোল
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ –  ইতিহাস
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ –  জীবন বিজ্ঞান
  • ২ মার্চ, ২০২৩ –  অঙ্ক
  • ৩ মার্চ, ২০২৩ – ভৌতবিজ্ঞান
  • ৪ মার্চ, ২০২৪ – ঐচ্ছিক বিষয়

[আরও পড়ুন: প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, যুগ্মভাবে প্রথম বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের দুই ছাত্র]

চলতি বছর অর্থাৎ ২০২২ সালে মাধ্যমিক (Madhyamik Exam) শুরু হয়েছিল ৭ মার্চ, শেষ হয়েছে ১৬ তারিখ। তবে আগামী বছর তা এগিয়ে এল ফেব্রুয়ারিতে। সাধারণত  প্রতি বছর এই সময়েই মাধ্যমিক পরীক্ষা হয়। তবে ২০২০-২১ সালে কোভিডের  (COVID-19) কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার জন্য সিলেবাস শেষ করতে সময় লেগেছে। খানিকটা কাটছাঁটও করতে হয়েছে পাঠ্যসূচিতে। তবে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসেই। জানালেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। 

[আরও পড়ুন: ‘প্রত্যেক মসজিদে শিবলিঙ্গের অস্তিত্ব খোঁজার দরকার কী?’, জ্ঞানবাপী বিতর্কে উলটো সুর RSSপ্রধানের]

২০২২ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১১ লক্ষ। পাশের হার ৮৬.৬ শতাংশ। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে। তাই ২০২৩ সালে পরীক্ষার্থীর সংখ্যা আরও বেশ খানিকটা বৃদ্ধি পাবে বলে আশা পর্ষদের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার