shono
Advertisement

সনাতন ধর্ম বিতর্কে স্বস্তি, উদয়নিধির বিরুদ্ধে মামলা খারিজ মাদ্রাজ হাই কোর্ট

অভিনেত্রীকে বিলাবহুল বাড়ি কিনে দেওয়ার অভিযোগে অস্বস্তিতে স্ট্যালিনপুত্র।
Posted: 03:45 PM Mar 06, 2024Updated: 03:45 PM Mar 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সনাতন ধর্ম বিতর্কে বড়সড় স্বস্তি পেলেন উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করল মাদ্রাজ হাই কোর্ট। যদিও উদয়নিধির মন্তব্য ঠিক নয় বলেই আদালতের পর্যবেক্ষণ। 

Advertisement

সোমবারই সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিলেন তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (M K Stalin) পুত্র। শীর্ষ আদালতে দুই বিচারপতির বেঞ্চ বলে, “সংবিধানের দেওয়া অধিকার আপনি লঙ্ঘন করেছেন। আপনি যা বলেছেন তার পরিণাম জানেন? আপনি কোনও সাধারণ মানুষ নন, একজন মন্ত্রী। আপনার এই ধরনের মন্তব্যের পরিণাম জানা উচিত।” নানা রাজ্যে উদয়নিধির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। সেই সমস্ত মামলা একত্রিত করে সুপ্রিম কোর্টে বিচারের আবেদন জানিয়েছিলেন উদয়নিধি। তবে সেই নিয়ে শীর্ষ আদালত কোনও নির্দেশ দেয়নি।

[আরও পড়ুন: এবার ছ’ঘণ্টায় দিঘা-বারাসত ইএমইউ ট্রেন, প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু যাত্রা

এহেন পরিস্থিতিতে তামিলনাড়ুর ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রীকে স্বস্তি দিল মাদ্রাজ হাই কোর্ট। উদয়নিধি-সহ মোট তিন ডিএমকে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা দায়ের হয়। জনপ্রতিনিধি হিসাবে তাঁদের কাজ করার অনুমতি কেড়ে নেওয়া হোক, সেটাই ছিল মামলাকারীদের দাবি। তবে সেই মামলা খারিজ হয়ে যায় মাদ্রাজ হাই কোর্টে। বুধবার আদালতের তরফে বলা হয়, উদয়নিধি যা বলেছেন সেই মন্তব্য অবশ্যই ভুল। কিন্তু এখনও দেশের কোনও আদালতে দোষী সাব্যস্ত হননি তিনি। এই পর্যবেক্ষণের পরেই মামলা খারিজ করে মাদ্রাজ হাই কোর্ট।

তবে মাদ্রাজ হাই কোর্টে স্বস্তি পাওয়ার দিনই নতুন করে বিপাকে পড়েছেন স্ট্যালিনপুত্র। শোনা যাচ্ছ, দক্ষিণী অভিনেত্রী নিভেথা পেথুরাজকে দুবাইতে বিলাসবহুল বাড়ি কিনে দিয়েছেন উদয়নিধি। তবে এই অভিযোগ ওঠার পরে সোশাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দেন অভিনেত্রী। সাফ জানিয়ে দেন, দীর্ঘদিন ধরে কাজ করছেন। ২০ বছর ধরে দুবাইতে বসবাস করেন তাঁর পরিবার। তবে এই সাফাই দেওয়ার পরেও উদয়নিধিকে নিয়ে বিতর্ক থামছে না।

[আরও পড়ুন: দিন ঘোষণার করেও পরীক্ষা নিতে ভুলে গেল বিশ্ববিদ্যালয়, অভিনব প্রতিবাদে পড়ুয়ারা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement