সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে হলেই বাপের বাড়িতে থাকার অধিকার হারায় না মেয়ে, মন্তব্য করল মাদ্রাজ হাই কোর্ট (Madras High Court)। পঞ্চায়েতের সচিব পদের চাকরি নিয়ে এক মামলায় এই পর্যবেক্ষণ আদালতের।
মাদ্রাজ হাই কোর্টে মামলা করেছিলেন জি মায়াকান্নান নামের এক ব্যক্তি। তিনি দাবি করেন, বি সরন্যা বর্তমানে এলাকার বাসিন্দা নন, তথাপি পঞ্চায়েতের সচিব হয়ে বসেছেন। যা আইনত ঠিক নয়। কারণ সচিবকে স্থানীয় বাসিন্দা হতে হয়। মায়াকান্নান নিজের আবেদনে আরও জানান, সরন্যা আদতে গ্রামের বাসিন্দা হলেও বিয়ের পর থেকে স্বামীর বাড়িতেই থাকছেন। ফলে সচিব পদের যোগ্য নন তিনি।
[আরও পড়ুন: উপার্জনক্ষম কিন্তু আয় না করলে খোরপোশ চাইতে পারেন না স্ত্রী: দিল্লি হাই কোর্ট]
এই দাবিই খারিজ করে দেন মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি। আদালত মন্তব্য করে, বিয়ে হলেই বাপের বাড়িতে থাকার অধিকার হারান না মেয়েরা। এই ভাবনা সম্পূর্ণ ভুল। বিচারপতি আরএন মঞ্জুলা বলেন, “হতে পারে একজন বিবাহিত মহিলা স্বামীর বাড়িতে থাকেন। তার অর্থ এই নয় যে তিনি বাপের বাড়িতে থাকার অধিকার হারিয়েছেন।” বিচারপতির আরও মন্তব্য, হয়তো স্বামীর বাড়িতে রেশন কার্ড হয়েছে, বাপের বাড়ির এলাকা থেকে নাম কাটা গিয়েছে, তথাপি মা-বাবার সঙ্গে সম্পর্ক এবং নিজের বাড়িতে থাকার অধিকার হারাতে পারেন না একজন মহিলা।