shono
Advertisement

সেনার গোলাবারুদের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, পুড়ে মৃত্যু কর্মীর

বিস্ফোরণের নেপথ্য কারণ খুঁজতে শুরু হয়েছে তদন্ত।
Posted: 03:29 PM Jan 27, 2024Updated: 03:39 PM Jan 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় অর্ডন্যান্স ফ্যাক্টরি অর্থাৎ সেনার গোলাবারুদের কারখানায় আচমচাই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। যে ঘটনায় প্রাণ হারান এক কর্মী। বিস্ফোরণের নেপথ্য কারণ খুঁজতে শুরু হয়েছে তদন্ত।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মহারাষ্ট্রের ভান্ডারায় শনিবার সকাল ৮টা নাগাদ আচমচাই বিস্ফোরণে কেঁপে ওঠে ওই কারখানা। আর সেই বিস্ফোরণের আগুনেই ঝলসে মৃত্যু হয় বছর বাহান্নর অবিনাশ মেশ্রামের। জানা গিয়েছে, তিনি দিনের প্রথম শিফ্টে কাজ করার সময়ই বিস্ফোরণ ঘটে। ফলে আত্মরক্ষার কোনও পথ পাননি তিনি। সেই সময় সেখানে তিনি একা থাকায় আর কোনও প্রাণহানি হয়নি বলেই খবর। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কারখানার দায়িত্বে যিনি রয়েছেন, তাঁর সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি বলেই পুলিশ সূত্রে খবর।

[আরও পড়ুন: ‘ভুল থেকে শিক্ষা…’, মাঝরাতে অভিষেকের পোস্ট! ঐশ্বর্যের সঙ্গে বিয়েটাই কি ভুল জুনিয়ার বচ্চনের?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার