shono
Advertisement

Breaking News

কী বলছে মহারাষ্ট্র-হরিয়ানার বুথ ফেরত সমীক্ষা? দেখে নিন একনজরে

ক্ষমতায় ফিরবে বিজেপি, নাকি অঘটন ঘটাবে কংগ্রেস? The post কী বলছে মহারাষ্ট্র-হরিয়ানার বুথ ফেরত সমীক্ষা? দেখে নিন একনজরে appeared first on Sangbad Pratidin.
Posted: 07:29 PM Oct 21, 2019Updated: 09:22 PM Oct 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের পর প্রথম গুরুত্বপূর্ণ ভোটে নজর ছিল গোটা দেশে। কমবেশি শান্তিপূর্ণভাবেই মিটল মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচন। লোকসভায় বিরাট সাফল্যের পর বিজেপির জন্য এই লড়াই ছিল নিজেদের মজবুত মাটিকে আরও শক্ত করার। অন্যদিকে, লোকসভা নির্বাচনে ছিন্নভিন্ন হয়ে যাওয়া কংগ্রেসের কাছে এই লড়াই ছিল ঘুরে দাঁড়ানোর। এই লড়াইয়ে কার জয় হবে, কে হারবে সেসব জানা যাবে আগামী ২৪ অক্টোবর। তবে আপাতত, বিভিন্ন সংস্থার এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষায় মিলছে সম্ভাব্য ফলাফলের আভাস।

Advertisement


ভোট শেষের পরই প্রকাশ পাওয়া শুরু করেছে বিভিন্ন সংস্থার এক্সিট পোল। একনজরে দেখে নেওয়া যাক।

[আরও পড়ুন: ‘৯০ বছর ধরেই আক্রমণের শিকার আরএসএস’, অভিযোগ মোহন ভাগবতের ]

মহারাষ্ট্র: অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাই ইঙ্গিত দিচ্ছে মারাঠাভূমে ফের গেরুয়া ঝড় আসতে চলেছে। কার্যত ছত্রভঙ্গ বিরোধী কংগ্রেস-এনসিপি জোট। লোকসভার ফলাফলের পর অবশ্য এই ফলাফল অনেটাক প্রত্যাশিতই ছিল। অধিকাংশ এক্সিট পোল বলছে মোট ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি-শিব সেনা জোট সহজেই ২০০-র গণ্ডি পেরিয়ে যাচ্ছে।


এবিপি নিউজের এক্সিট পোল বলছে, মহারাষ্ট্রে বিজেপি-শিব সেনা পেতে পারে ২০৪ আসন। কংগ্রেস এনসিপির দখলে যেতে পারে ৬৯টি আসন। অন্যান্যরা পেতে পারে ১৫টি আসন।
টাইমস নাও বলছে, মহারাষ্ট্রে বিজেপি-শিব সেনা পেতে পারে ২৩০টি আসন। কংগ্রেস এনসিপি মাত্র ৪৮টি। অন্যান্যরা পাবে ১০টি আসন।
ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিস বলছে, শিব সেনা-বিজেপি জোট পেতে পারে ১৬৬-১৯৪ আসন। অন্যদিকে এনসিপি-কংগ্রেস পেতে পারে ৭২-৯০ আসন।
সিএনএন-নিউজ ১৮ বলছে, মহারাষ্ট্রে বিজেপি একাই পেতে পারে ১৪১ আসন। শিব সেনা-বিজেপি জোটের দখলে যেতে পারে ২৪৩ আসন। অন্যদিকে কংগ্রেস এনসিপি আটকে যাবে মাত্র ৪১ আসনে।

[আরও পড়ুন: লক্ষ্য অযোধ্যা, ধনতেরসে তলোয়ার কেনার নিদান বিজেপি নেতার ]

হরিয়ানা: ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় এখনও পর্যন্ত ভোট পড়েছে ৬৫ শতাংশ। সব এক্সিট পোলই বলছে হরিয়ানাতেও সহজেই ক্ষমতায় ফিরছে বিজেপি। অনেকটা দূরে দ্বিতীয় স্থানে কংগ্রেস।
টাইমস নাও বলছে, হরিয়ানায় বিজেপি একাই পেতে পারে ৭১ আসন। কংগ্রেস ১১ এবং অন্যান্যরা ৮।
রিপাবলিক-জন কি বাত বলছে হরিয়ানায় বিজেপি পেতে পারে ৫২ থেকে ৬৩টি আসন। কংগ্রেস পেতে পারে ১৫-১৯ আসন। অন্যান্যরা ৭-৯ আসন
সিএনএন-নিউজ ১৮ বলছে হরিয়ানায় বিজেপি একাই পেতে পারে ৭৫ আসন। কংগ্রেস ১০ এবং অন্যান্যরা ৫ আসন।
টিভি ৯ ভারতবর্ষ অবশ্য বলছে হরিয়ানায় বেশ চাপে পড়ে যাবে খাট্টার সরকার। তাদের মতে বিজেপি জিততে পারে ৪৭টি আসন। কংগ্রেসের দখলে যেতে পারে ২৩টি আসন। অন্যান্যরা পেতে পারে ২০টি।

সবকটি এক্সিট পোলের ফলাফলেই কার্যত পরিষ্কার দুই রাজ্যেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি জোট। অন্যদিকে, হরিয়ানায় কিছুটা শক্তি বাড়ালেও মহারাষ্ট্র লড়াইয়েই নেই কংগ্রেস।

The post কী বলছে মহারাষ্ট্র-হরিয়ানার বুথ ফেরত সমীক্ষা? দেখে নিন একনজরে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement