সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকদিন ধরেই চলছিল পরস্পরের মধ্যে জমি বিবাদ। জমির দখল নিতে এসেছিল একপক্ষ৷ সামাল দিতে না পেরে জন্মদাত্রী মা’কেই ঢাল হিসাবে ব্যবহার করল ‘গুণধর’ ছেলে। চুলের মুটি ধরে ট্রাক্টরের সামনে ছুঁড়ে ফেলে দিল বৃদ্ধা মা’কে। উদ্দেশ্য, প্রতিপক্ষকে আটকানো। এমনই নারকীয় ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের ওয়াসিম জেলার মুনগালা গ্রাম।
[অমরনাথ যাত্রাকে রক্তাক্ত করতে ফাঁদ পেতেছে আইএস!]
ঘটনার সূত্রপাত অনেকদিন আগেই হয়েছিল৷ গ্রামের একটি জমিকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল ওই গ্রামেই বসবাসকারী দুই পরিবার, রাউত ও দলভিদের মধ্যে৷ বিবাদ পৌঁছে গিয়েছিল আদালত পর্যন্ত৷ আদালতের রায়ে জমিটির মালিকানা পেয়েছিল রাউত পরিবার৷ কিন্তু তাতেও মূল সমস্যার সমাধান হয়নি৷ জানা গিয়েছে, রায় মেনে গত বৃহস্পতিবার ট্রাক্টর নিয়ে জমির দখল নিতে যায় রাউত পরিবার৷ তখনই তাতে বাধা দেয় দলভি পরিবার৷ দুই পরিবারের মধ্যে শুরু হয় চরম বাকবিতণ্ডা৷ তারপরেই সেই নারকীয়, বর্বর কাজটি করেন দলভি পরিবারের এক ব্যক্তি৷ নিজের বৃদ্ধা মাকে সে ছুঁড়ে ফেলে দেয় ট্রাক্টরের সামনে৷ যদিও, ওই মহিলার আঘাত কতটা গুরুতর সেই বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি৷
[শারীরিক সম্পর্কে রাজি হলেই মিলবে লোন, মহিলাকে প্রস্তাব ব্যাঙ্ক ম্যানেজারের]
তবে অভিযোগের ভিত্তিতে, মামলা রুজু করেছে স্থানীয় পুলিশ৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে গুণধর ছেলের কৃতকর্মের ছবি ও ভিডিও। নিন্দার ঝড় উঠেছে সর্ব মহলে। প্রশ্ন উঠেছে, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আধুনিক হওয়ার পাশাপাশি মানুষ কি মানবিকতাও ভুলেছে? নয়ত নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে এমন বর্বর চরম কেমন ভাবে করতে পারে কেউ? নিজের স্বার্থসিদ্ধির জন্য কেমন ভাবে ঘুঁটি হিসাবে ব্যবহার করতে পারে মা’কে?
The post জমি নিয়ে বিবাদ, বৃদ্ধা মাকে ট্রাক্টরের সামনে ছুঁড়ে দিল ‘গুণধর’ ছেলে appeared first on Sangbad Pratidin.