shono
Advertisement
Maharashtra

মমতার পথেই মহারাষ্ট্রে বিরোধী জোট, ইস্তেহারে মহিলাদের ৩,০০০ ভাতা, বাসযাত্রাও বিনামূল্যে

ক্ষমতায় এলে জাতিগণনার প্রতিশ্রুতি কংগ্রেস-শিব সেনা-এনসিপি জোটের।
Published By: Kishore GhoshPosted: 05:08 PM Nov 10, 2024Updated: 05:10 PM Nov 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন গোটা দেশে জনপ্রিয়। কেবল রাজ্য ও রাজনৈতিক দল পালটালে প্রকল্পের নামে বদলে যায়। মহারাষ্ট্রের মহিলা ভোটারদের মন পেতে বিজেপি যেমন ঝাঁপিয়েছে, তেমনই কংগ্রেস-শিব সেনা (উদ্ধব)-এনসিপির (শরদ) মহাবিকাশ আঘাড়ি জোটও বিধানসভা ভোটের ইস্তেহারে মহিলাদের জন্য মোটা অঙ্কের মাসিক ভাতার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও যুবা এবং কৃষকদের জন্য দরাজহস্ত বিরোধীরা।

Advertisement

রবিবার বিরোধী জোটের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, শিব সেনা নেতা সঞ্জয় রাউত, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে প্রমুখ। জোট ক্ষমতায় এলে প্রথম ১০০ দিনের মধ্যে যে প্রতিশ্রুতিগুলি পূরণ করা হবে, তার মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প 'মহালক্ষ্মী যোজনা'। মহিলাদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা ভাতা ঘোষণা করা হয়েছে। এইসঙ্গে মহিলাদের বিনামূল্যে বাসযাত্রা, ৫০০ টাকা করে ছয়টি গ্যাস সিলিন্ডার বছরে এবং মহিলা নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও ৯-১৬ বছর বয়সি মেয়েদের জন্য বিনামূল্যে কারভিক্যাল ক্যানসার ভ্যাকসিন এবং প্রতি মাসে দুদিন ক্ষতুকালীন ছুটির প্রতিশ্রুতি দিয়েছে বিরোধী জোট।

ভোটযুদ্ধে জিততে কৃষক, যুবাদের জন্য কল্পতরু আঘাড়ি জোট। ক্ষমতায় এলে কৃষক আত্মহত্যা রুখতে উচ্চ পর্যায়ের কমিটি ঘঠনের কথা বলা হয়েছে ইস্তেহারে। চরম পথ বেছে নেওয়া কৃষকেদের পরিবারের জন্য মোটা অঙ্কের আর্থিক প্রকল্পের কথা বলা হয়েছে। প্রতি মাসে ৪০০০ টাকা করে বেকার ভাতার কথাও বলা হয়েছে। রাজ্য সরকারের স্কলারশিপগুলির অর্থ বাড়ানো হবে, প্রতিশ্রুতি আঘাড়ি জোটের। এছাড়াও রাজ্যের স্বাস্থ্যবিমার আর্থিক সুবিধার পরিমান বাড়ানো এবং মহারাষ্ট্রে জাতিগণনার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস, শিব সেনা এবং এনসিপির জোট। উল্লেখ্য, ২০ নভেম্বর মহারাষ্ট্রের ২৮৮ আসনে বিধানসভা নির্বাচন রয়েছে। ২৩ নভেম্বর মহারাষ্ট্র নির্বাচনের ফল ঘোষণা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোটযুদ্ধে জিততে কৃষক, যুবাদের জন্য কল্পতরু আঘাড়ি জোট।
  • ২৩ নভেম্বর মহারাষ্ট্র নির্বাচনের ফল ঘোষণা হবে।
Advertisement