সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলবায়ু পরিবর্তনের (Climate Challenge) কুপ্রভাব রুখতে করতে তৎপর মহারাষ্ট্র। তাঁদের পরিবেশ বাঁচানোর লড়াই এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল। স্কটল্যান্ডে ‘সিওপি-২৬’ (COP 26)-এ সম্মানিত হল মহারাষ্ট্র। এটিই একমাত্র ভারতীয় রাজ্য যা ‘আন্ডার টু কোয়ালিশন ক্লাইমেট লিডারশিপ অ্যাওয়ার্ডস ২০২১’-এর আওতায় তিনটির মধ্যে একটি পুরস্কার জিতে নিয়েছে।
মহারাষ্ট্রের (Maharashtra) দখলে গিয়েছে ‘ইনস্পায়ারিং রিজিওনাল লিডারশিপ’ পুরস্কার। রাজ্যের হয়ে পুরস্কার গ্রহণ করেন মহারাষ্ট্রের পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে। পরে সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে লেখেন, “আমরা গর্বিত। এই সম্মান আন্তর্জাতিক ক্ষেত্রে মহারাষ্ট্রের উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে।”
প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব রোধে সচেষ্ট রাজ্যগুলিকে স্বীকৃতি দেয় এই সম্মান।‘আন্ডার টু কোয়ালিশন’-এর আওতায় ভারতের পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকা রয়েছে। মহারাষ্ট্র ছাড়া বাকিরা হল ছত্তিশগড়, জম্মু-কাশ্মীর, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গ। চলতি বছরেরই ১ জুলাই, মহারাষ্ট্রে ‘আন্ডার টু কোয়ালিশন’-এ যোগদানকারী পঞ্চম ভারতীয় রাজ্য হিসাবে স্বীকৃত হয়েছিল।
[আরও পড়ুন: সুদূর ছায়াপথে জলের সন্ধান পেলেন বিজ্ঞানীরা, আছে কি প্রাণ?]
গত সপ্তাহেই ‘সিওপি-২৬’ নিয়ে টুইট করেছিলেন ওবামা। জানিয়েছিলেন, “৫ বছর আগে কার্যকর হয়েছিল প্যারিস জলবায়ু চুক্তি। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ন্ত্রণে লড়াই এগিয়ে নিয়ে যেতে প্যারিস চুক্তি অন্যতম প্রধান নির্ণায়ক হিসাবে পরিগণিত হয়েছিল। কিন্তু এখন বোঝা যাচ্ছে, তা যথেষ্ট ছিল না। তাই সোমবার গ্লাসগোয় আমি বক্তব্য রাখব এর ভবিষ্যত নিয়ে। জানতে চাইব, বিশেষ করে তরুণ প্রজন্ম কীভাবে এতে অংশগ্রহণ করতে পারে।”